ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

আহতদের তিন দফা দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচলে স্থবিরতা

প্রকাশিত: ১১:৩১, ১১ মে ২০২৫

আহতদের তিন দফা দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচলে স্থবিরতা

ছবি: জনকণ্ঠ

২০২৪ সালের গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার, আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও তাদের আজীবনের সুচিকিৎসার দাবিতে আজ সকাল থেকে শাহবাগে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন আহত ব্যক্তিরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

অবরোধের কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচলে তীব্র স্থবিরতা দেখা দিয়েছে। সকাল থেকেই শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে আহতদের পরিবার ও সহকর্মীরাও কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

শাহবাগ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এএইচএ

×