ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সুইজারল্যান্ডে মুখোমুখি যুক্তরাষ্ট্র-চীন: বিশ্ব অর্থনীতির ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ আলোচনা

প্রকাশিত: ১১:৩৫, ১১ মে ২০২৫; আপডেট: ১১:৪০, ১১ মে ২০২৫

সুইজারল্যান্ডে মুখোমুখি যুক্তরাষ্ট্র-চীন: বিশ্ব অর্থনীতির ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ আলোচনা

ছবি : সংগৃহীত

বিশ্ব অর্থনীতিকে দীর্ঘদিন ধরে নাড়া দিয়ে আসা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ অবশেষে কিছুটা শান্তির পথে হাঁটছে। এই উত্তেজনা প্রশমনে দু’দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা শনিবার (স্থানীয় সময়) সুইজারল্যান্ডের জেনেভায় এক গোপনীয় বৈঠকে মিলিত হয়েছেন।

 

 

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এবং আলোচনায় জড়িত একাধিক সূত্র এ খবর নিশ্চিত করেছে।বৈঠকে চীনের উপপ্রধানমন্ত্রী হি লাইফেং এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট অংশ নেন। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার-ও প্রতিনিধি দলের অংশ ছিলেন। বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে উত্তেজনা প্রশমন ও সংলাপের মাধ্যমে পথ খোঁজা, যদিও কোনো বড় ধরনের চুক্তি স্বাক্ষর এই পর্বে প্রত্যাশিত নয়।

 

 

বর্তমানে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের গড় শুল্কহার দাঁড়িয়েছে ১৪৫%, যা কিছু পণ্যের ক্ষেত্রে বেড়ে ২৪৫% পর্যন্ত পৌঁছেছে। জবাবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যে ১২৫% শুল্ক আরোপ করেছে। এতে বিশ্বজুড়ে সরবরাহ চেইনে বিপর্যয়, আর্থিক বাজারে অস্থিরতা এবং মন্দার আশঙ্কা তৈরি হয়েছে।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, কয়েক সপ্তাহের টানা উত্তেজনার পর এই বৈঠক বহুপ্রতীক্ষিত শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা তৈরি করেছে।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে উল্লেখ করেন, চীনা পণ্যের ওপর ৮০% শুল্ক “যথোপযুক্ত”। যদিও বর্তমানে শুল্কহার এরও অনেক বেশি, এই মন্তব্য আলোচনাকে আরও জটিল করে তুলেছে।

 

বেইজিং ইতিপূর্বে যুক্তরাষ্ট্রকে শুল্ক প্রত্যাহারের শর্তে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল। তবে সুইজারল্যান্ডের এই বৈঠকে উভয় পক্ষ চূড়ান্ত চুক্তি নয়, বরং সম্পর্ক স্বাভাবিক করার ভিত্তি তৈরির দিকে নজর দিয়েছে।

বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) প্রধান এই বৈঠককে স্বাগত জানিয়ে বলেন,

“এটি একটি ইতিবাচক পদক্ষেপ এবং বিশ্ব অর্থনীতিকে অনিশ্চয়তার অন্ধকার থেকে কিছুটা মুক্ত করতে সহায়তা করবে।”

আঁখি

×