
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন চীনের উপ-প্রধানমন্ত্রী হে লিফেং।
গত সপ্তাহে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে বৈঠকে দুই পক্ষই খোলামেলা ও গঠনমূলক আলোচনা করেছে। বৈঠকে ভবিষ্যতের জন্য একটি স্থায়ী বাণিজ্য পরামর্শ ব্যবস্থা গঠনের সিদ্ধান্ত হয়।
চীনের পক্ষ থেকে জানানো হয়, আলোচনায় অর্জিত সমঝোতা নিয়ে ১২ মে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও আলোচনার ইতিবাচক অগ্রগতি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে এই সমঝোতা বিশ্ব অর্থনীতির জন্য সুখবর হিসেবে দেখা হচ্ছে।
এসএফ