
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম অনলাইন ও অফলাইনে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিষয়টি জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।
এই সিদ্ধান্তের পর, আওয়ামী লীগের ফেসবুক পেজসহ ডিজিটাল প্ল্যাটফর্মে দলটির উপস্থিতি বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে।
রবিবার (১১ মে) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, পরিপত্র জারি হলে বিটিআরসি মেটাসহ সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবে।
উল্লেখ্য, প্রায় ৪০ লাখ ফলোয়ার থাকা ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে নিষেধাজ্ঞার পর তাৎক্ষণিক প্রতিবাদ পোস্ট দেওয়া হয় এবং বিবৃতি প্রকাশ করা হয়।
এএইচএ