ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

চুলে খুশকি বা উকুন? কালোকেশিই হতে পারে সমাধান!

প্রকাশিত: ২৩:০২, ১০ মে ২০২৫

চুলে খুশকি বা উকুন? কালোকেশিই হতে পারে সমাধান!

ছবিঃ সংগৃহীত

চুলের খুশকি ও উকুন—এই দুই সমস্যা প্রায় ঘরে ঘরে সাধারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই দামি পণ্য ব্যবহার করেও স্থায়ী সমাধান পান না। অথচ প্রাকৃতিক উপাদান কালোকেশি (Bhringraj) ব্যবহার করে আপনি সহজেই এই সমস্যাগুলোর থেকে মুক্তি পেতে পারেন। আয়ুর্বেদে কালোকেশিকে চুলের জন্য অন্যতম সেরা ভেষজ হিসেবে ধরা হয়।

কালোকেশিতে থাকা অ্যান্টিফাংগাল উপাদান খুশকির মূল কারণ ফাঙ্গাস ও শুকনো স্ক্যাল্প দূর করতে সাহায্য করে। এটি স্ক্যাল্পকে হাইড্রেট করে ও মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, যা চুলকে করে সুস্থ ও মজবুত। নিয়মিত ব্যবহারে চুলে উজ্জ্বলতা আসে এবং খুশকি কমে যায় ধীরে ধীরে।

অন্যদিকে কালোকেশির তেল উকুনের ডিম ধ্বংস করে এবং উকুনের বংশবৃদ্ধি ঠেকায়। এর গন্ধ ও রাসায়নিক গঠন উকুনের জন্য অপছন্দনীয়, ফলে চুল ধুয়ে ফেললে উকুন সহজেই উঠে যায়। নিয়মিত ব্যবহারে উকুন একেবারে নির্মূল করা সম্ভব।

কালোকেশি তেল হালকা গরম করে মাথার ত্বকে ভালোভাবে মাসাজ করুন। কমপক্ষে ১ ঘণ্টা রেখে mild শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২–৩ বার ব্যবহার করুন। চাইলে কালোকেশি পাতা বেটে তার রসও লাগানো যেতে পারে।

তেল ব্যবহারের আগে প্যাচ টেস্ট করুন, অ্যালার্জি আছে কিনা দেখে নিন। খুব বেশি তৈলাক্ত স্ক্যাল্পে মাঝেমধ্যে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এটি চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে, চুল কালো ও মসৃণ করে এবং মাথাব্যথা কমায় ও ঘুম ভালো হয়।

কালোকেশি শুধু ভেষজ নয়, এটি এক প্রকৃতিক চুলচর্চার সহায়ক। খুশকি ও উকুনের মতো বিরক্তিকর সমস্যা দূর করতে নিয়মিত ব্যবহার করুন – ফল পেতে সময় লাগলেও তা হবে দীর্ঘস্থায়ী।

সূত্রঃ https://www.facebook.com/share/r/1EiHrMkZPy/

আরশি

×