ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ভারতে ঢুকে গোয়েন্দা কর্মকর্তা ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ২০জন গ্রেফতার

প্রকাশিত: ০১:০৫, ১১ মে ২০২৫; আপডেট: ০১:১৬, ১১ মে ২০২৫

ভারতে ঢুকে গোয়েন্দা কর্মকর্তা ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ২০জন গ্রেফতার

ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার ছায়া বাংলাদেশ-ভারত সীমান্তেও পড়তে শুরু করেছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর পরগনা, নদীয়া, শিলিগুড়ি ও বর্ধমানসহ বিভিন্ন সীমান্তবর্তী জেলায়। এর মধ্যেই সন্দেহভাজন কার্যকলাপের অভিযোগে মোট ২০ জনকে গ্রেপ্তার করেছে ভারতের নিরাপত্তা বাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগনা জেলা থেকে ১১ জন, নদীয়া থেকে ৭ জন এবং শিলিগুড়ি ও বর্ধমান থেকে একজন করে মোট ২০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুজনের পরিচয় নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। একজনের পরিচয় মিলেছে বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থার একজন সদস্য হিসেবে এবং আরেকজন বাংলাদেশের একটি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের নেতা বলে জানা গেছে।

এসএফ
 

আরো পড়ুন  

×