ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সমঝোতার পরও কাশ্মীরে বিস্ফোরণ, চুক্তি ঘিরে অনিশ্চয়তা

প্রকাশিত: ২৩:৩৫, ১০ মে ২০২৫; আপডেট: ২৩:৩৬, ১০ মে ২০২৫

সমঝোতার পরও কাশ্মীরে বিস্ফোরণ, চুক্তি ঘিরে অনিশ্চয়তা

ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভারত-শাসিত কাশ্মীরের শ্রীনগরে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গত কয়েক দিনের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের প্রেক্ষাপটে এই সমঝোতা ঘোষণাকে স্বাগত জানিয়েছিলেন দুই দেশের রাজনীতিক এবং সাধারণ মানুষ। কিন্তু এই বিস্ফোরণ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

আন্তর্জাতিক মধ্যস্থতায় সম্পাদিত এই চুক্তির ঘোষণা কিছুটা স্বস্তি বয়ে আনলেও, মাটিতে যুদ্ধের উত্তাপ এখনও মুছে যায়নি।

এর আগে, পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে ভারতের ‘এয়ার-টু-সারফেস মিসাইল’ হামলার জবাবে ইসলামাবাদ শুরু করেছিল ‘অপারেশন বুনইয়ান মারসুস’। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে হামলা চালায়।

এই সংঘাতে এখন পর্যন্ত বহু প্রাণহানির খবর পাওয়া গেছে। ভারত দাবি করেছে, তারা পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে অবস্থিত ‘সন্ত্রাসী ঘাঁটিতে’ হামলা চালিয়েছে।

এই ঘটনার প্রেক্ষাপটে সমঝোতা ঘোষণা করা হলেও, আজকের বিস্ফোরণ স্পষ্ট করেছে যে ভূখণ্ডজুড়ে উত্তেজনা এখনো তীব্র। ফলে, যুদ্ধবিরতি স্থায়ী হবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন।

এসএফ 

আরো পড়ুন  

×