
ছবিঃ সংগৃহীত
শিশুরা হঠাৎ করেই রেগে যায়, আর বাবা-মায়েরা তখন অস্থির হয়ে পড়ে—কী করলে বাচ্চার রাগ কমবে? কিন্তু অনেক সময় শিশুর রাগ ভাঙাতে গিয়ে অভিভাবকরা এমন কিছু ভুল করে ফেলেন, যা পরিস্থিতি আরও খারাপ করে দেয়। বিশেষজ্ঞদের মতে, শিশুর মানসিক বিকাশ ও আচরণ গঠনের ক্ষেত্রে এই ভুলগুলো এড়িয়ে চলা জরুরি। আসুন জেনে নিই সেই ৪টি সাধারণ কিন্তু বড় ভুল।
নিজের নিয়ন্ত্রণ হারাবেন না
এতটুকু ব্যাপারে রাগ করিস?—এমন কথা বললে শিশুর আবেগকে অবহেলা করা হয়। এতে সে নিজেকে মূল্যহীন মনে করতে পারে। এছাড়া শিশুর সাথে সাথে নিজেও রেগে যাবেন না।
হঠাৎ রেগে গিয়ে শাস্তি দেওয়া
শিশু রেগে আছে, আপনি আবার রেগে গিয়ে বকা বা শাস্তি দিলেন—এতে রাগ আরও বেড়ে যেতে পারে এবং শিশুর সঙ্গে আপনার দূরত্ব তৈরি হয়।
এমন কিছু করবেন না, যাতে শিশুর রাগ আরও বেড়ে যায়
রাগ ভাঙাতে গিয়ে শিশুর হাতে ফোন, ট্যাব বা চকলেট থাকলে কেড়ে নিবেন না। অথবা এমন কিছু করতে বলবেন না যাতে তার রাগ বেড়ে যায়।
ধৈর্য ধরুণ ও সময় দিন
শিশু যখন রেগে আছে, তখন উপদেশ নয়—চাই সহানুভূতি ও মনোযোগ। “আমি বুঝতে পারছি তুমি কষ্ট পাচ্ছো”—এমন কথা বললেই শিশুর মন নরম হয়। শিশুর রাগকে গুরুত্ব দিন, ধৈর্য ধরুন, শান্তভাবে কথা বলুন। সময় দিন। তবেই গড়ে উঠবে বোঝাপরিভিত্তিক ভালো সম্পর্ক।
শিশুর রাগ ভাঙাতে সঠিক পদ্ধতির ব্যবহার যেমন জরুরি, তেমনি কিছু ভুল এড়িয়ে চলাও সমানভাবে প্রয়োজন। অভিভাবকের একটু বোঝাপড়ায় বদলে যেতে পারে শিশুর মন ও ভবিষ্যৎ।
সূত্রঃ https://www.facebook.com/reel/1235463791569605
আরশি