ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

মা দিবসে মাকে চমকে দেওয়ার ৬টি অসাধারণ উপহার!

প্রকাশিত: ১৮:৫০, ১০ মে ২০২৫

মা দিবসে মাকে চমকে দেওয়ার ৬টি অসাধারণ উপহার!

‘মা’-এই শব্দের মাঝেই লুকিয়ে থাকে আত্মত্যাগ, নিঃস্বার্থ ভালোবাসা আর নিঃশব্দ সংগ্রামের এক অপার গল্প। প্রতিদিনের ব্যস্ততায় হয়তো ভুলেই যাই তাঁকে বলা ‘ধন্যবাদ’ শব্দটা। তাই বছরে একটা দিন, মা দিবস, আমাদের মনে করিয়ে দেয় সেই মানুষটার কথা, যিনি নিঃশর্তভাবে আমাদের পাশে থাকেন প্রতিটি মুহূর্তে।

রান্না, উপহার, ভালো খাবার কিংবা কিছু নিরিবিলি সময়,আপনি যেভাবেই দিনটা কাটাতে চান, তার সঙ্গে যোগ করতে পারেন কিছু চমৎকার উপহারের ভাবনা। চলুন দেখে নিই এমন কিছু মানবিক ও অর্থবহ উপহার, যা আপনার মাকে সত্যিই খুশি করতে পারে-

খাবারের আয়োজন
সকালের জন্য তৈরি করুন একটা দারুণ স্বাস্থ্যকর ব্রেকফাস্ট প্লেট,যেখানে থাকবে তাঁর পছন্দের ফল, সালাদ আর গরম পানীয়। চাইলে উপহার হিসেবে দিতে পারেন প্রিয় কোনো মিষ্টান্ন বা চকোলেটের প্যাকেটও। ছোট একটা চমক, কিন্তু অনেক বড় ভালোবাসার বহিঃপ্রকাশ!

প্রিয় ফুলের তোড়া
মায়ের প্রিয় ফুলগুলো দিয়ে সাজিয়ে দিন সকালটা। এটি একা একটি উপহার হিসেবেও দিতে পারেন, আবার অন্য উপহারের সঙ্গে জুড়ে দিয়েও দিতে পারেন। ঘরে ঢুকতেই যেন সুবাসে ভরে ওঠে তাঁর মন।

হাতে বানানো কার্ড
বাজার থেকে কেনা কার্ড নয়,আপনার হাতে বানানো একটা কার্ড, তাতে নিজের হাতে লেখা কিছু কথা, ছোট্ট একটি কবিতা বা শৈশবের কোনো স্মৃতি। এমন উপহার মায়ের হৃদয়ে ছুঁয়ে যাবে গভীরভাবে।

প্রিয় পোশাক
আপনার মায়ের শাড়ির প্রতি ভালোবাসা থাকলে তাঁকে উপহার দিন একটি সুন্দর নতুন শাড়ি। কিংবা যদি অন্য ধরনের পোশাক পছন্দ করেন, সেটিও বেছে নিতে পারেন তাঁর রুচি অনুযায়ী।

স্কিন কেয়ার পণ্য
মা হয়তো অনেকদিন ধরে একটি নির্দিষ্ট ফেস সিরাম বা স্কিন কেয়ার প্রডাক্ট চাইছিলেন,এখন সেটি উপহার দেওয়ার সেরা সময়। ফেস মাস্ক, ময়েশ্চারাইজার, বা এসেনশিয়াল অয়েল সবই হতে পারে উপহারের তালিকায়।

পার্সোনালাইজড উপহার
একটি মেসেজ-প্রিন্টেড সোয়েটশার্ট, মায়ের নাম খোদাই করা একটি পেন্ড্যান্ট, বা সন্তানদের নাম ও জন্মপাথরসহ একটি ছোট্ট ফ্যামিলি ট্রি গলার হার.এসব ব্যক্তিগত স্পর্শযুক্ত উপহার তাঁকে একেবারে অনন্য অনুভব করাবে।

বিশ্রামের উপহার
মা সারাদিন কতটা ব্যস্ত থাকেন, সেটা তো আমরা জানিই। তাই তাঁকে দিন একটা স্পা ডে,ম্যাসাজ, ফেসিয়াল আর ম্যানিকিউর-পেডিকিউরসহ। যদি বাইরে যাওয়া সম্ভব না হয়, তবে বাড়িতেই মোমবাতি, এসেনশিয়াল অয়েল আর গরম পানির বাথ দিয়ে গড়ে তুলুন একটি হোম স্পা পরিবেশ।

আপনার সময়
সবচেয়ে বড় উপহার হতে পারে আপনি নিজেই। মায়ের কিছু কাজের দায়িত্ব নিজে নেওয়া, তাঁর প্রিয় সিনেমা দেখে একসাথে সময় কাটানো, বা কেবল তাঁর গল্প শোনা এসবের কোনো বিকল্প নেই। সত্যি বলতে, আপনার উপস্থিতিই হতে পারে তাঁর জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।

এই মা দিবসে উপহার দিন এক চিমটি মমতা, এক চিমটি যত্ন আর অগাধ ভালোবাসা। কারণ তিনি শুধু মা নন,তিনি আমাদের গোটা পৃথিবী।

 

 


সূত্র:https://tinyurl.com/52h3jurt

আফরোজা

×