
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় জেলার গৌরনদীতে আজ শনিবার (১০ মে) বাদ আছর বিশেষ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত দোয়া-মিলাদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।
বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে দেশে প্রত্যাবর্তনে শোকরানা দোয়া-মোনাজাতের আয়োজন করায় বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।
এসময় তিনি তার বক্তব্যে দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তাদের পরিবারের সদস্যদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য দোয়া চেয়েছেন।
অনুষ্ঠিত দোয়া-মিলাদে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি নেতা আব্দুল আউয়াল লোকমান, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহে আলম ফকির, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল মালেক আকন, জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, গৌরনদী উপজেলা যুবদলের আহবায়ক মনির হোসেন হাওলাদার, জেলা ছাত্রদলের সহসভাপতি এসএম হীরাসহ উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
রাজু