
আমার, ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেয়া হয়েছে ভারতে জানিয়েছেন অনলাইন অ্যাকটিভিস্ট, ব্লগার, লেখক পিনাকী ভট্টাচার্য।
আজ শনিবার রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন পিনাকী।
পিনাকী তার পোস্টে বলেন, আমার, ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেয়া হয়েছে ভারতে। ভারতমাতা তার শত্রুদেরকে চিনে।
বাংলাদেশে কারা পিনাকী, ইলিয়াস আর কনকের শত্রু, তাদেরকে কি এখন চিনতে পারেন?
ফুয়াদ