ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সামান্য ইউটিউবারদের ডরাইলে চলবে: পিনাকী

প্রকাশিত: ০০:২৩, ১১ মে ২০২৫

সামান্য ইউটিউবারদের ডরাইলে চলবে: পিনাকী

হে ভারতমাতা, তুমি না পরাশক্তি হইতে চাও বলে মন্তব্য করেছেন অনলাইন অ্যাকটিভিস্ট, ব্লগার, লেখক পিনাকী ভট্টাচার্য।

আজ রাতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন পিনাকী।

পিনাকী তার পোস্টে বলেন,হে ভারতমাতা, তুমি না পরাশক্তি হইতে চাও।সামান্য ইউটিউবারদের ডরাইলে চলবে?

উল্লেখ্য আগের পোস্টে পিনাকী উল্লেখ করেছেন, পিনাকী, কনক আর ইলিয়াসের ইউটিউক চ্যানেল ভারত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। 

 

ফুয়াদ

×