ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

হবিগঞ্জ সরকারি মেডিকেল কলেজ রক্ষায় শায়েস্তাগঞ্জে সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ০০:২৯, ১১ মে ২০২৫

হবিগঞ্জ সরকারি মেডিকেল কলেজ রক্ষায় শায়েস্তাগঞ্জে সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ সরকারি মেডিকেল কলেজ রক্ষার দাবিতে জেলার শায়েস্তাগঞ্জে সুধী সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলনের আয়োজনে ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সার্বিক সহযোগীতায় সভায় সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন।

ক্লাবের প্রচার সম্পাদক তোফায়েল আহমেদ মনিরের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলনের উপদেষ্টা শফিকুল বারী আওয়াল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, জনতার দলিল সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, হবিগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, সদস্য কায়সার আহমেদ চৌধুরী জনি, হাসবী সাঈদ চৌধুরী, উজ্জল রায়, সৈয়দ আজহারুল হক, স্বপন দেব উজ্জল, কামরুজ্জামান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমন, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস শহিদ, সহকারী প্রধান শিক্ষক মোঃ মুবিবুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর সাইদুর রহমান, শিক্ষক আলী হায়দার সেলিম, উপজেলা ছাত্রদলের সভাপতি শামছুল আলম রিপন, পল্লী চিকিৎসক বিধান চন্দ্র দেব, দৈনিক মানজমিনের উপজেলা প্রতিনিধি শাহ মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মহিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল হক বুলবুল, ছাত্রদল নেতা এমএ মান্নান বকুল, শ্রমিকদল নেতা সুমন মিয়া, সাংবাদিক রিয়াজ আলী পিংকন, নাঈম মিয়া প্রমুখ।

হবিগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলনের উপদেষ্টা শফিকুল বারী আওয়াল বলেন- হবিগঞ্জ সরকারি মেডিকেল কলেজ কেবল একটি স্বাস্থ্য প্রতিষ্ঠান নয়, এটি হবিগঞ্জবাসীর স্বপ্ন। এই মেডিকেল কলেজ যদি অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো ষড়যন্ত্র হয়, তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। জনগণের ঐক্যই আমাদের শক্তি। জনগণের ন্যায্য অধিকার রক্ষায় আমরা কাজ করি। হবিগঞ্জ মেডিকেল কলেজ হবিগঞ্জেই থাকবে এটাই আমাদের অঙ্গীকার। 

 

রাজু

×