
ছবি: জনকণ্ঠ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। গতকাল শনিবার বিকেলে ঢাকা–সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
শহরের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্র সংগঠনের নেতাকর্মীরা জেলখানা মোড়ে সমবেত হন। এ সময় মহাসড়ক অবরোধ করা না হলেও যানজটের সৃষ্টি হয়।
সমাবেশে জেলা ছাত্রশিবিরের সভাপতি রহুল আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফাহিম রাজ অভি সহ অন্যান্যরা বক্তব্য দেন। এ সময় বক্তারা আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনসমূহ নিষিদ্ধের দাবি জানান।
শহীদ