
ছবি:সংগৃহীত
"মানসম্মত শিক্ষা নিশ্চিত করি,বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি",এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে কাশিয়ানী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (১০মে) সকাল ১১ টার সময় কাশিয়ানী উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার ভুমি মুন-মুন পাল। এসময় আর ও উপস্থিত ছিলেন কাশিয়ানী থানার ওসি খন্দকার হাফিজুর রহমান,, উপজেলা শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকার,সমাজ সেবা কর্মকর্তা বজলুর রশিদ সহ কাশিয়ানী উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত বলেন শিক্ষা হচ্ছে জাতের মেরুদন্ড, প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের আগামী প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে হবে। শিক্ষা সপ্তাহের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব ও সৃজনশীলতা সৃষ্টির মধ্য দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।
আলীম