
ছবি: জনকণ্ঠ
হাটহাজারীতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সৈয়দ মোহাম্মদ সামুন (৩৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডস্থ সৈয়দ কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সামুন ওই এলাকার মৃত সৈয়দ আবুল কাসেমের দ্বিতীয় পুত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শনিবার আনুমানিক বেলা সাড়ে বারোটার দিকে সামুন ঘরের পাশে আম পাড়তে গাছে উঠেন। এ সময় অসাবধানতাবশত গাছের একটি ডাল ভেঙে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় নিকটস্থ নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।সংশ্লিষ্ট ইউপি সদস্য এসএম মাহবুব আলম সাজু ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, সামুন কয়েক বছর আগে প্রবাস থেকে দেশে ফিরে আসেন। তিনি দুই সন্তানের পিতা। শনিবার দুপুরে তার মায়ের ঢাকায় অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। ওটিতে নেওয়ার ঠিক আগে ছেলের মৃত্যুর খবর শুনে তিনি হাটহাজারীর উদ্দেশে রওনা হন বলে জানান সাজু।
শহীদ