ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

নীলফামারী ও পঞ্চগড় সীমান্তের ওপারে কারফিউ চলছে

তাহমিন হক ববী, নীলফামারী

প্রকাশিত: ২০:১৮, ১০ মে ২০২৫

নীলফামারী ও পঞ্চগড় সীমান্তের ওপারে কারফিউ চলছে

উত্তরাঞ্চলের নীলফামারী ও পঞ্চগড় জেলার সীমান্তের ওপারে জলপাইগুড়ি এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের পক্ষে জারি করা কারফিউ (সন্ধ্যাকালিন আইন) শনিবার (১০ মে) সন্ধ্যা ৬ টা থেকে শুরু হয়েছে। সীমান্ত এলাকাটি ভারত অংশের বিএসএফের ৯৩ নম্বর ব্যাটেলিয়নের আওতায় পড়েছে । এপারের সীমান্তে বাংলাদেশের নীলফামারী ব্যাটালিয়ান ৫৬ বিজিবি-র আওতাধীন।

সীমান্তবাসী জানান, গত বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৮ থেকে সকাল ৮ টা পর্যন্ত কারফিউ চালু ছিল। কিন্তু শনিবার এই কারফিউ শুরু হয় সন্ধ্যা ৬ টা থেকে। যা পরের দিন সকাল ৮ পর্যন্ত চলবে।

ওপারের একটি নির্ভরসূত্রের বরাতে জানা যায়, ঘোষনা অনুযায়ী পরবর্তি নির্দেশনা না দেয়া পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬ টা হতে সকাল ৮টা পর্যন্ত কারফিউ চলমান থাকবে। এবিষয়ে ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে সীমান্তবর্তী গ্রামবাসীদের নিরাপত্তার জন্য বিএসএফের ৯৩ নম্বর ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডয়ান্ট মনোজ কুমার এই কারফিউ জারীর কথা সীমান্তবাসীর কাছে ঘোষনা দেন।

সূত্র বলছে, বাংলাদেশ, চিন, নেপাল, ভুটান ঘেরা বাংলার চিকেন নেককে সুরক্ষিত রাখতে কোনও রকম ক্রুটি রাখছে না ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় সাড়ে ২২ কিমি দীর্ঘ শিলিগুড়ির চিকেন নেক করিডর।

শনিবার  (১০ মে) সন্ধ্যা ৭ টায় এ রিপোর্ট লিখার সময় কারফিউ চলছিল। শুরু হয় যথা সময়ে। নীলফামারীর চিলাহাটির ওপারে হলদীবাড়ি সীমান্ত আন্তজার্তিক চেক পোস্টে সরেজমিনে গেলে খালপাড়া, ডাঙ্গাপাড়া এলাকার বসবাসকারী সামাদ মিয়া, রশিদ মিয়া সহ অন্যান্যরা জানান, ভারতে কারফিউ চলছে আমাদের বিজিবি জানিয়ে দিয়ে নো- ম্যানস ল্যান্ড দিয়ে চলাচল করতে বাড়ন করে দিয়েছে। বিজিবি বলে গেছে সন্ধ্যা ৬ টা থেকে পরের দিন সকাল ৮ টা পর্যন্ত কারফিউ প্রতিদিন চলবে। এ ছাড়া কুচলিবাড়ির তিনবিঘা করিডোর সংলগ্ন এলাকা, তিস্তা নদীর সীমান্ত,পঞ্চগড়ের মাগুড়মারী, শুকানী, অমরখানা ঘাঘড়া, মালেকাডাঙ্গা বগদুরঝুলা এলাকা কারফিউ এর আওতায়  রয়েছে। ভারতীয় একাধিক অনলাইন নিউজ পোর্টাল এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে।

সীমান্তবাসী সূত্র মতে, ওপরের সীমান্ত সংলগ্ন বেরুবাড়ি এলাকায় হাই এ্যালার্ট রাখা হয়েছে। সেখানে কোন তারকাটা বেড়া নেই।  সংশ্লিষ্ট 
এদিকে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে সন্ত্রাসবাদীদের সায়েস্তা করতে ভারত চালাচ্ছে অপারেশন সিঁদুর। ভারত-পাক সংঘাতের পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তে ইতিমধ্যেই নজরদারি বাড়িয়েছে বিএসএফ।

পায়ে হেঁটে টহল দেওয়ার পাশাপাশি সাইকেল, বাইক এবং নদীপথে স্পিড বোটে টহলদারি চালাচ্ছে সীমান্ত রক্ষী বাহিনী। পাক জঙ্গিরা কোনওভাবেই যাতে বাংলাদেশের সীমান্ত হয়ে ভারতে অনুপ্রবেশ করতে না পারে তার জন্য সতর্ক রয়েছেন বিএসএফ জওয়ানরা। খবরে বলা হয় এই অবস্থায় সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখতে শিলিগুড়িতে গিয়েছেন বিএসএফের ইস্টার্ন কম্যান্ডের এডিজি মহেশকুমার আগরওয়াল। তিনি বিএসএফ আধিকারীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর সবসময়ের জন্য জওয়ানদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি এলাকাবাসীদের সঙ্গে জনসংযোগ বাড়িয়েছে বিএসএফ। 
এদিকে ওপার সীমান্তের কারফিউ  ঘিরে বাংলাদেশের উত্তরাঞ্চলের নীলফামারী ৫৬ বিজিবির আওতায় প্রায় ১৪৮ কিলোমিটার সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। তবে বিজিবি টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং বাংলাদেশের ওই এলাকার সীমান্ত বাসীদের নো-ম্যানস ল্যান্ড এলাকা দিয়ে চলাচল না করার জন্য বলা হয়েছে। এতে সীমান্তবাসীর মাঝে স্বস্তি ফিরেছে। তথ্য মতে, নীলফামারী ব্যাটালিয়ান ৫৬ বিজিবির আওতায় দুটি জেলার সীমান্ত রয়েছে। এরমধ্যে নীলফামারীতে প্রায় ২৫ কিলোমিটার ও পঞ্চগড় জেলায় প্রায় ১২৩ কিলোমিটার সীমান্ত। এই সীমান্ত রক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে নীলফামারীর ৫৬ ব্যাটালিয়ন দায়িত্ব পালনে রয়েছে ১৩টি বিওপি।

এ সীমান্তের ওপারে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং জেলা রয়েছে। ভারতের সঙ্গে স্থলবন্দর বাংলাবান্ধা, বুড়িমারী, সোনাহাট, চেংরাবান্ধা, ফুলবাড়ি বিদ্ধমান। চিলাহাটির সাথে ওপারে হলদিবাড়ির সরাসরি রেলপথ রয়েছে। যদিও এ পথে ২০২৪ সালের ১৮ জুলাই থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর আগে নিয়মিত চলাচল করতো আন্তঃদেশী ট্রেন। চিলাহাটি রেলপথের সীমান্তে ভারতীয় রেলগেট রয়েছে। ওই এলাকায় ভারতীয় সীমান্তরক্ষীর নজরদারি সব থেকে বেশী। এ ছাড়াও পাটগ্রামে তিন বিঘা করিডোরেও বিজিবি নজরদারী বৃদ্ধি করেছে।

বিজিবি ৫৬ নীলফামারী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ বলেন, আমরা আমাদের রুটিন অনুযায়ী সীমান্তে টহল অব্যাহত রেখেছি। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জেলা কোর কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, নীলফামারী জেলার সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

 

রাজু

×