
ছবি: জনকণ্ঠ
প্রায় এক যুগ পর বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাচনে মোহাম্মদ হাতেমের প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে।
২০২৫-২০২৭ মেয়াদের এই নির্বাচনের ভোটগ্রহণ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। ঢাকার বাংলা মোটর ও নারায়ণগঞ্জের বিকেএমইএ ভবনের দুটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিকেএমইএ নির্বাচন কমিশনের চেয়ারম্যান সফিউল্লাহ চৌধুরী এবং সদস্য ওবায়দুর রহমান ও মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল ঘোষণা করেন।
৫৭২ ভোটের মধ্যে ৪৩১টি ভোট কাস্ট হয়েছে, যা ৭৫.৩৫ শতাংশ। এর মধ্যে ২৩টি ভোট বাতিল হয়ে মোট ৪০৮টি বৈধ ভোট গণ্য হয়। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালে।
বিকেএমইএর মোট ভোটারের মধ্যে নারায়ণগঞ্জে ২৭২, ঢাকায় ২২৪ ও চট্টগ্রামে ৭৬ জন ভোটার রয়েছেন। ৩৫টি পরিচালক পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে ৩৫ জনই একই প্যানেলের সদস্য ছিলেন। এই প্যানেলের নেতা মোহাম্মদ হাতেম, যিনি নারায়ণগঞ্জের এমবি নিটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক এবং বিকেএমইএর সদ্য সাবেক সভাপতি।
পূর্ণ প্যানেলে জয়ী হয়ে মোহাম্মদ হাতেম এক প্রতিক্রিয়ায় বলেন, “অনেকদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকল মালিকরা সুন্দর পরিবেশে ভোট দিয়েছেন, আমরা এটি উপভোগ করেছি। ১৯৯৯ সালের ৫ ডিসেম্বর বিকেএমইএর জন্ম হয়। তখন থেকেই আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তারই প্রতিদান আজ সকল সদস্যরা আমাকে দিয়েছেন।”
শহীদ