ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ছেলেকে নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট অপু বিশ্বাসের

প্রকাশিত: ২০:১৬, ১০ মে ২০২৫

ছেলেকে নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট অপু বিশ্বাসের

ছবিঃ সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস সম্প্রতি ছেলেকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। পোস্টটি মুহূর্তেই ভক্তদের হৃদয় ছুঁয়ে যায় এবং সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

অপু বিশ্বাস বারবারই বলেছেন, তার জীবনের সবচেয়ে বড় পরিচয় এখন ‘মা’। সন্তানের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসার জায়গা থেকেই তিনি তার ক্যারিয়ার, সময় ও পরিকল্পনা সাজাচ্ছেন। এই পোস্টে সেই মাতৃত্বের অনুভবই যেন ফুটে উঠেছে পুরোপুরি।

শনিবার (১০ মে) সকালে স্যোশাল মিডিয়ায় ছেলের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন অপু বিশ্বাস। ছবিতে দেখা যায়, অপু বিশ্বাস ছেলের মুখে স্নেহভরা হাত দিয়ে আদর করছেন। ছেলেও হাত পকেটে রেখে মায়ের দিকে তাকিয়ে আছে, যেন সে তার মায়ের একমাত্র মনোযোগী শ্রোতা।

জয় ও অপু ম্যাচিং করে পোশাক পড়তে আগেও দেখা গেছে। তবে এবারে যেন দেখা মিলল স্নিদ্ধ মা-ছেলের। এদিন অপু বিশ্বাস পরেছিলেন, সাদা-কালো ও সোনালি ডিজাইনের কুর্তি-পাজামা; সঙ্গে কালো স্লিপার ও সানগ্লাস। অন্যদিকে আব্রাম পরেছে সাদা শার্ট ও ছেঁড়া ডিজাইনের নীল জিন্স, সাথে স্যান্ডেল। তবে পোশাকের চেয়েও মা-ছেলের আবেগঘন মুহূর্ত দেখে ভালোবাসা ছড়িয়ে দেয় তাদের ভক্ত-নেটিজেনরা।

উল্লেখ্য ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। এর আট বছর পর ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর তাদের পুত্র সন্তানের জন্ম হয়। এরপর পুত্র জয়কে নিয়ে ২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। সেদিনই শাকিব-অপুর বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তারপর ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের পর থেকে ছেলেকে নিয়ে একাই কাটছে অপুর সংসার।

 

আরশি

×