ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বরবাদে কোকেনের পরিবর্তে শাকিবকে কী দিয়েছিলেন জিল্লু?

প্রকাশিত: ১৯:৪৫, ১০ মে ২০২৫

বরবাদে কোকেনের পরিবর্তে শাকিবকে কী দিয়েছিলেন জিল্লু?

ছবিঃ সংগৃহীত

শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘বরবাদ’-এ এমন কয়েকটি দৃশ্য রয়েছে, যেখানে তাকে বিভিন্ন মাদক দ্রব্য সেবন করতে দেখা যায়। সেই দৃশ্যটি দেখে অনেক দর্শকই বিস্মিত হন, কী নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন শাকিব এমন একটি দৃশ্য, যা সাধারণত খুব স্পর্শকাতর ও জটিল। একটি দৃশ্যে কোকেনের মতো মাদকদ্রব্যও গ্রহণ করেন তিনি।

এই ধরনের দৃশ্যে ‘প্রপ’ ব্যবহার করা হয়, অর্থাৎ এমন কিছু যা দেখতে হুবহু মূল বস্তুটির মতো, কিন্তু আসলে ভিন্ন। বিশ্ব সিনেমাতেও মাদকদ্রব্য সংক্রান্ত দৃশ্যের জন্য গুঁড়ো দুধ, ময়দা বা অন্যান্য নিরীহ উপকরণ ব্যবহারের রীতি রয়েছে।

অর্থাৎ পর্দায় যা দেখানো হয়, বাস্তব তা থেকে সম্পূর্ণ আলাদা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির দর্শক সমাদৃত চরিত্র জিল্লু ওরফে স্যাম ভট্টাচার্য পর্দার পেছনের ঘটনা নিয়ে দিলেন এক চমকপ্রদ তথ্য। তিনি বলেন, ‘অনেকে ভাবেন, এই ধরনের দৃশ্যে হয়তো বিশেষ কোনো কৌশল বা আসল কিছু ব্যবহার করা হয়। কিন্তু বাস্তবে আমরা শাকিবকে দিয়েছিলাম চিনি গুড়ো, অথবা সুগার ফ্রী গুড়ো করে ব্যবহার হতো। অনেক সময় তো প্রয়োজনে নুন(লবণ) ব্যবহারও  হয়েছে।’

কোকেনের মতো দেখতে হলেও সেটা একদমই কোকেন ছিল না বলে জানান স্যাম। এই কথার সাথে তার নিজের অভিজ্ঞতাও যুক্ত করেন স্যাম। এর আগে সেন্টিমেন্টাল সিনেমায় কোকেন নিতে হয়েছিল স্যামকে। এক্ষেত্রে তাকে যা দেওয়া হয়েছিল সেটাও কোকেন ছিল না, তার পরিবর্তে গ্লুকোজ দেওয়া হয়েছিল বলে জানান তিনি।  

সূত্রঃ https://youtu.be/6YQmt9vCQ6g?si=IWpfFOdSLXlSCHJK

 

আরশি

×