ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

পাকিস্তানকে ‘তেলাপোকা’ বলে মানচিত্র থেকে মুছে ফেলার দাবি কঙ্গনার!

প্রকাশিত: ১৫:৪০, ১০ মে ২০২৫; আপডেট: ১৫:৪১, ১০ মে ২০২৫

পাকিস্তানকে ‘তেলাপোকা’ বলে মানচিত্র থেকে মুছে ফেলার দাবি কঙ্গনার!

ছবি: সংগৃহীত।

সীমান্তে চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে বলিউড অভিনেত্রী ও সদ্য রাজনীতিতে যোগ দেওয়া কঙ্গনা রানাওয়াত আবারও বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এলেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি পাকিস্তানকে ‘জঘন্য’ ও ‘সন্ত্রাসবাদীতে ভরা’ বলে অভিহিত করেন এবং দাবি করেন—"এই দেশকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা উচিত।"

তিনি লিখেছেন, “আরশোলা কোথাকার! সন্ত্রাসবাদীতে ভরা ধূর্ত এবং জঘন্য দেশ... এটিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা উচিত।”

এই মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাঁর বক্তব্যকে দেশাত্মবোধ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি চরম অসাংবিধানিক ও বিদ্বেষপূর্ণ মন্তব্য।

এর আগে কঙ্গনা কাশ্মীর ইস্যু নিয়েও একাধিকবার নিজের অবস্থান স্পষ্ট করে মন্তব্য করেছেন। সম্প্রতি জম্মুতে পাকিস্তানি ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনার পর তিনি ইনস্টাগ্রামে লেখেন—"সাহস হারাবেন না জম্মু। ভারতীয় ডিফেন্স আপনাদের রক্ষা করছে।"

নুসরাত

×