ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ

সালাম মশরুর, নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ১৮:২৫, ১০ মে ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ

ছবি : জনকণ্ঠ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ করেছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

শনিবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।

বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

এ সময় বক্তারা বলেন, দল হিসেবে গণহত্যার দায় আওয়ামী লীগের। তাই দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এ দলটিকে নিষিদ্ধ না করা পর্যন্ত জনতা ঘরে ফিরে যাবে না।

এর আগে শুক্রবার দিবাগত রাত ১টা থেকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ চত্বরে বিক্ষোভ করেন আন্দোলনকারী নেতাকর্মীরা।

সা/ই

×