ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

রাতেও আ. লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ, দাবি না মানলে "মার্চ টু যমুনা’র" হুঁশিয়ারি !

প্রকাশিত: ২০:৫৬, ১০ মে ২০২৫; আপডেট: ২১:০২, ১০ মে ২০২৫

রাতেও আ. লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ, দাবি না মানলে

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে শনিবার (১০ মে) থেকে শুরু হয়েছে গণজমায়েত ও লাগাতার অবস্থান কর্মসূচি। বিকেল ৩টার পর থেকেই ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন।   

শাহবাগ মোড়ের একটি বিজ্ঞাপন বোর্ডের নিচে সিঁড়িতে বসে কর্মসূচিতে অংশ নেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং শিবিরের কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহসহ আরও অনেকে।

রাত ৮টার দিকে এক সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, "সরকারকে এক ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। এর মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করলে 'মার্চ টু যমুনা' কর্মসূচির ডাক দেওয়া হবে।"

পরে মাইকিং করে বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো শাহবাগ মোড়। উল্লেখযোগ্য স্লোগানগুলোর মধ্যে ছিল—‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে’, ‘লীগ ধরো, জেলে ভরো’, ‘আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে’, ‘এক দফা এক দাবি, লীগ আর নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, এবং ‘গদি ছাড়’।

সূত্র : https://youtu.be/AokeYUyRiZU?si=cesi1sW3fHDXOuiK

আসিফ

আরো পড়ুন  

×