
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আনন্দ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিজয় মিছিলটি গতকাল শনিবার রাত সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে শুরু হয়ে ক্যাম্পাসের আবাসিক হল এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে মিলিত হয় ।
এসময় তারা 'এই মুহূর্তে খবর এলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো', 'হাসিনার ঠিকানা, এই বাংলায় হবে না', 'স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না','একশন একশন, ডাইরেক্ট একশন', 'একশন টু একশন, ডাইরেক্ট একশন', 'একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর','আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও', ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও', আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না' প্রভৃতি স্লোগান দেন। বিজয় মিছিলে 'সোচ্চার' রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম সালমান সাব্বির বলেন, গত ১৫ বছর মানবতাবাদী অপরাধে জড়িত থাকা একটা দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশ আজীবনের জন্য নিষিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলমান থাকবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ বলেন, আমাদের বিপ্লব শেষ হয়ে যায়নি। বাংলাদেশের রাজনীতিতে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের চূড়ান্ত নিষিদ্ধতা পর্যন্ত আমাদের এই লড়াই চলমান থাকবে। আমাদের এই লড়াই যুক্ত হয়েছে সকল দল, মত ও পেশার মানুষজন। আমরা তাদের সঙ্গে নিয়েই আমাদের লড়াই চালিয়ে যাব।
আনন্দ মিছিল শেষে এই প্রতিবেদন লেখার সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এ আনন্দ মিছিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দসহ প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
রাজু