
মানিকগঞ্জের শিবালয় বাজারে পেটে বাচ্চাসহ গাভী গরু জবাই করার অপরাধে পুলিশ মাংস বিক্রেতা সাগর কসাইকে আটক করেছে। শনিবার সকালে আরিচা ঘাটের কসাইখানায় এ ঘটনা ঘটে।
আরিচা ঘাটের ব্যবসায়ী মোঃ আমির হোসেন জানান, স্থানীয় কসাই রেজাউল মাংস বিক্রির জন্য শনিবার ভোরে একটি গাভী গরু জবাই করে। জবাইকৃত গাভীর পেট থেকে বাচ্চা বের হয়। স্থানীয়রা এসব দেখে বাজার কমিটিকে খবর দিলে তারা মাংস বিক্রি করতে নিষেধ করে তা আটকিয়ে রাখেন। এক পর্যায়ে থানা থেকে পুলিশ এসে রেজাউল কসায়ের ছেলে সাগরকে আটক করে।
শিবালয় বন্দর ব্যবসায়ী সমিতি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম রাজু বলেন, বাজারে মাংস ব্যবসায়ীরা মানুষের সাথে প্রতারিত করছে। মাঝে মধ্যেই এরা অসুস্থ্য ও খাবার অযোগ্য গরু জবাই করে মাংস বিক্রি করছে। কসাইখানায় গরু জবাইয়ের সময় হুজুর থাকার কথা থাকলেও তা মানা হচ্ছে না। ফলে এখানে সঠিক নিয়মে গরু জবাই হচ্ছে না বলে জানান তিনি। এর আগেও এরকম অনেক ঘটনা ঘঠিয়েছে। আর যাতে এরকম কাজ না করতে পারে সে জন্য আমরা এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি।
অভিযুক্ত কসাই রেজাউল জানান, আরিচা গরু হাট থেকে ৭৭হাজার টাকায় বকনা গরু মনে করে তা কেনা হয়। পেটে বাচ্চা আছে এটা আমার জানা ছিল না। জবাই করার পর পেট থেকে বাচ্চা বের হয়। স্থানীয়দের বাধার কারণে জবাই করা গরুর মাংস বিক্রি বন্ধ রাখা হয়।
শিবালয় থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন, এ ঘটানায় একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তিতে উপজেলা জেলা প্রশাসন মোবাইল কোর্ট করে ২৫ হাজার টাকা জরিমানা করা হলে তাকে ছেড়ে দেয়া হয়।
শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন জনকন্ঠকে জানান, অভিযুক্ত মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাংসগুলোকে মাটির নীচে পুতে বিনষ্ট করা হয়েছে।
রাজু