
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের প্রখ্যাত আলিম ও শায়খুল হাদিস মুফতি হাবিবুর রহমান মিসবাহ প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে একসময় আশায় বুক বাঁধলেও, সাম্প্রতিক কর্মকাণ্ড ও বিতর্কে হতাশা প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে সম্প্রতি আবেগঘন একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে, যেখানে তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘ডক্টর ইউনুস! আপনাকে নিয়ে আর স্বপ্ন দেখব না।’
শুক্রবার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলঙ্কারীরা জুম্মার নামাজ পড়েছেন। সাবেক রাষ্ট্রপতি দেশ ছেড়ে যাওয়ার পর থেকেই চলছে নানা ধোঁয়াশা। এর মধ্যেই মুফতি হাবিবুর রহমান মিসবাহ হতাশা প্রকাশ করে এই স্ট্যাটাস দেন। তিনি লেখেন, ‘ড. ইউনুসের উপদেষ্টাদের নিয়ে বেশ আশান্বিত ছিলাম। কিন্তু দেখতে না দেখতেই সব যেন ওল্টপালট করে দিলো!
বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ-এর সাবেক এই সভাপতি তার স্ট্যাটাসে আরও লেখেন, ‘একের পর এক খুনী পালাতে সাহায্য করা, ফ্যাসিবাদের বিচার শুরু না হওয়া, বিতর্কিত নারী কমিশন… ইত্যাদি বিতর্কে নিজের অবস্থান নষ্ট করলেন ডক্টর ইউনুস। এখন আর আপনাকে নিয়ে স্বপ্ন দেখি না জনাব নোবেলম্যান’
সূত্রঃ https://www.facebook.com/share/19MPxNZ75V/
আরশি