ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বাংলার মাটিতে আওয়ামী লীগকে পলিটিক্স করতে দেওয়া হবে না : এনসিপি নেতা

সাইফুল ইসলাম, নরসিংদী

প্রকাশিত: ২২:০১, ১০ মে ২০২৫; আপডেট: ২২:০২, ১০ মে ২০২৫

বাংলার মাটিতে আওয়ামী লীগকে পলিটিক্স করতে দেওয়া হবে না : এনসিপি নেতা

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম-মূখ্য সমন্বয়ক আবদুল্লাহ্ আল ফয়সাল বলেন, আওয়ামী লীগ সরকার মানুষ মেরে নৃত্য করেছিল। এ আওয়ামী লীগ কোন মানুষের দল হতে পারে না। বাংলাদেশ এখন একটি স্লোগান উঠেছে এই আওয়ামী লীগ বাংলাদেশে কোন পলিটিক্স করতে পারবে না। 

আজ শনিবার (১০মে) বিকালে নরসিংদীতে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাখার আয়োজনে হাসনাবাদ বাজার পুলিশ ক্যাম্পের মাঠে আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আজকে যারা সুশীল সেজে আওয়ামী লীগকে আবার পলিটিক্সে ফিরিয়ে আনতে চায়, আপনাদেরকে সাবধান করে বলতেছি, বাংলার মাটিতে কিন্তু আপনাদের আর কেউ সহ্য করবে না। যদি আওয়ামী লীগকে ক্ষমতা নিয়ে আসতে চান। বা কোন ধরনের সুযোগ দিতে চান। আমরা দেখেছি জুলাই আগস্ট এর সব শক্তি এখন শাহবাগে রয়েছে। আমাদের নরসিংদীতে ও কিন্তু ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মিছিল হচ্ছে। কিন্তু একটি পার্টিকুলার দল এখনো আমাদের সাথে জয়েন করে নাই। আপনারা দেশের পক্ষের শক্তি হলে আপনারা এখনই জয়েন করুন। আমরা আওয়ামী লীগকে ২৪ ঘন্টার মধ্যে বাংলার মাটি থেকে বোল্ড আউট করে দিব।     

এ সময় উপস্থিত ছিলেন নাগরিক পার্টির সংগঠক (উত্তরাঞ্চল) এডভোকেট শিরিন আক্তার শেলী। এনসিপির যুগ্ম- মূখ্য সমন্বয়ক আবদুল্লাহ্ আল ফয়সাল, সৌরভ হাসনাত, আসিফ ভূইয়া, রায়হান মোল্লা, নাইম ভূঁইয়া উপজেলা ও ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ।

আসিফ

×