
ছবিঃ সংগৃহীত
শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানান উপদেষ্টা পরিষদ। তারপরই উল্লাস প্রকাশ করেন আন্দোলনকারীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার করা এবং বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ থাকবে বলে জানা গেছে।
এদিকে এই সিদ্ধান্তের পর সামাজিক মাধ্যমজুড়ে যেমন উল্লাস চোখে পড়ছে তেমনি নিজেদের মত প্রকাশও করছেন অনেকেই। নিষিদ্ধের ঘোষণার পর পিনাকী ভট্টাচার্য এক স্ট্যাটাসে লিখেন, ‘
হামিদের থাইল্যাণ্ডে সেইফ প্যাসেজ নেয়ার কাফফারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া, হাসিনার ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার কাফফারা … বত্রিশ নাম্বার জয় বাংলা হওয়া।’
তার স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘এইবার লাইনে খাড়ান, বলেন কী কী খায়েশ আছে আওয়ামী লীগের? নেক্সট…’
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও স্বৈরাচারের শিকড় উপড়ে ফেলতে আরও অনেক ধাপ অতিক্রম জরুরী পিকানীর এই স্ট্যাটাস অনেকটা এমন বার্তাই দেয়।
এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা হলেও এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে বলে জানা গেছে।
সূত্রঃ https://www.facebook.com/share/14mBwyp6h4/
আরশি