
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে জমি জায়গা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এক উদ্যোগক্তার বিদেশে রপ্তানিযোগ্য গৌড়মতি জাতের আমের বাগানের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে শনিবার এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সদর উপজেলার লধাবাড়ি গ্রামের উদ্যোক্তা আবু বক্কর সিদ্দিকের বাগানে শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
বাগান মালিক উদ্যোগক্তা আবু বক্কর সিদ্দিক জানান, তাদের জমি জায়গা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের. বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা শাহরিয়ার রহমান দীপের নির্দেশে অর্গ ওরফে তিনতালু নামের এক ব্যক্তি দলবল নিয়ে আবু বক্করের ৬১ শতাংশ জমিতে গড়ে তোলা ৭ বছর বয়সী গৌড় মতি জাতের আমের বাগানের গাছগুলো রাতের আধাঁরে কেটে দিয়েছে।
তিনি আরও জানান, বসতবাড়ি ও আবাদি মিলে আবু বক্করের ১১০ শতাংশ জমি নিয়ে শাহরিয়ার রহমান দীপ ১৫/১৬বছর ধরে বিরোধ চালিয়ে আসছে। এ নিয়ে তাকে বেশ কয়েকবার প্রাণে মেরে ফেলাসহ বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করে আসছে। এই নিয়ে গত বৃহস্পতিবার তার উপরে হামলা করে তাকে আহত করা হয়েছে। সাত বছর ধরে তিলে তিলে গড়ে তোলা আম বাগানের ফলসহ ৬-৭টি গাছ শুক্রবার ভোর রাতে কেটে দিয়েছে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই গাছের আম গুলো তিন বছর ধরে তিনি ইউরোপের বিভিন্ন দেশে পাঠিয়ে আসছেন। কিন্তু গাছ কেটে দেওয়ার ফলে এবার হয়তো তা আর পাঠানো হবে না।
আবু বক্কর জানান, এবিষয়ে তিনি শনিবার সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । তিনি প্রশাসনের কাছে গাছ কাটায় জড়িতদের সবোর্চ্চ শাস্তি দাবি করেছেন । কারণ আজকে তার বাগানের গাছ কেটে দিয়েছে এরপর তারা আবার তার উপর হামলা হামলা চালিয়ে তাকে প্রাণে মেরে ফেলতে পারে এর কোনো নিশ্চয়তা নেই।
নাসিরুল ইসলাম নামে স্থানীয় এক যুবক বলেন, তিনি এক সময় আবু বক্করের গরুর খামারে কাজ করতেন। তখন দীপ তাকে খামারে কাজ না করার জন্য বিভিন্নভাবে হুমকি দিতেন। দীপ ও তিনতালুর কারণে এই গ্রামের মানুষজন অতিষ্ঠ। তারা বিভিন্নভাবে মানুষের ক্ষতি ও ভয়ভিতি দেখিয়ে চলছে।
লধাবাড়ি গ্রামের স্বপন নামে আরেক জন বলেন, নাম যেমন তিনতালু তার কামও মানুষের সাথে তিনতাল করা। এলাকার মানুষদের সাথে ঝগড়া মারামারি লেগেই থাকে তার। ফসল নষ্ট করলে মানুষের ছাগল ধরে নিয়ে পুকুরে ফেলে দেয় বাগানের গাছ কেটে দেয়।
একই গ্রামের আপেল নামে এক যুবক বলেন, ওরা এতই খারাপ কিছুদিন আগে তার নামে গাড়ি চুরির মিথ্যা মামলা দিয়েছিল। তখন তার কাছে তারা ৬০ হাজার টাকা জরিমানাও নেয় কিন্তু পরবর্তীতে গাড়িটা অন্যত্র পাওয়া গেলেও তারা তার টাকা আর ফেরত দেয়নি। মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতেই পারে তাই বলে বাগানের ফলের গাছ কেটে দেওয়া ঠিক না। এটা অন্যায়। যেই এটা করুক না কেনো এলাকার সবাই এর বিচার চায়।
অন্যদিকে সকল অভিযোগ মিথ্যা দাবি করে অভিযুক্ত শাহরিয়ার রহমান দীপ জানান, আবু বক্করই তার কাজের লোককে মেরে হাত ভেঙে দিয়েছে এবং গাছ কাটার ঘটনা সাজানো নাটক ছাড়া কিছু নয়।
এ বিষয়ে ঘটনাস্থলে তদন্তকারী কর্মকর্তা সদর থানার সাব ইন্সপেক্টর মতিউর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরবর্তীতে আইনানুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
আলীম