
ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, গত কয়েক দিনের গরমে মানুষ হাঁসফাঁস করছে। যদি পর্যাপ্ত গাছ থাকতো তবে এমন গরম থেকে আমরা কিছুটা হলেও পরিত্রাণ পেতাম। তাই আমাদের গাছ লাগানো জরুরি। তিনি বলেন, গাছ যদি না থাকে আমরা কিন্তু অক্সিজেন পাবো না। অক্সিজেন না পেলে ২ মিনিটের বেশি আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। কাজেই আমি মনে করি যে, গাছ লাগানো একটা ইবাদতের মতো।
শনিবার (১০ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন ‘নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ড্যান্ডি হবে বিশ্ব সেরা’ স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিন সকালে এই কর্মসূচি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সেই সাথে নারায়ণগঞ্জের ১৪টি জায়গায় ১০ হাজার বৃক্ষরোপণ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিটি কর্পোরেশনের সচিব মো. নুর কুতুবুল আলম, জেলা সিভিল সার্জন ডাঃ এ এফ এম মুশিউর রহমান ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, নিজের প্রয়োজনে সমাজের প্রয়োজনে, ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনে আমাদের গাছ লাগাতে হবে। নারায়ণগঞ্জে অনেক নদী ছিল, খাল ছিল। খালগুলো উদ্ধার করতে হবে যাতে করে নারায়ণগঞ্জের মানুষ জলাবদ্ধতা না পায়। নারায়ণগঞ্জ শহরকে রক্ষা করতে হলে নদীকে রক্ষা করতে হবে। বর্তমানে শীতলক্ষ্যা নদীর মাছ বিলুপ্ত হয়ে গেছে। আশা করছি, নারায়ণগঞ্জবাসী জেলা প্রশাসককে সহযোগিতা করবে। নারায়ণগঞ্জের মানুষ সংগ্রামী। বিভিন্ন আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ অগ্রণী ভূমিকা পালন করেছে।
মাদক প্রসঙ্গে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা মাদকসেবী তাদের রেকর্ড যদি আপনারা পর্যালোচনা করেন, তাহলে দেখবেন প্রত্যেকের শুরুটা হয়েছে সিগারেট দিয়ে। আমাদের শিশুদের যদি আমরা তামাক থেকে দূরে রাখতে পারি, তাহলে আমরা আশা করতে পারি, ভবিষ্যতে আমরা তাদের মাদক থেকে দূরে রাখতে পারবো। সেই বিষয়ে অভিভাবকদের একটু সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো।
আফরোজা