
.
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী হাফিজা শারমিন সুমীর কণ্ঠে দুটি রবীন্দ্রসংগীত প্রকাশিত হয়েছে। ‘আমার মন মানে না’ শিরোনামের গানটিতে সুমী এককভাবে কণ্ঠ দিয়েছেন। গানটির মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন শান শায়েক। গানটি প্রকাশিত হয়েছে সুমী শারমিন ইউটিউব চ্যানেলে। মিউজিক আর্ট টিম এর ভিডিও নির্মাণ করেছে। এছাড়া মিউজিক আলফা থেকে প্রকাশিত দলীয় সংগীত ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে’ গানে অনেকের সঙ্গে সুমী শারমিনও রয়েছেন।
সুমী শারমিন বলেন, ‘আমার মন মানে না’ আমার ভীষণ প্রিয় একটি রবীন্দ্রসংগীত। একটা সময় এসে মনে হলো যে আমিও একটু চেষ্টা করে দেখি কেমন হয়। জানিনা কেমন গেয়েছি। এই গানের প্রতিটি লাইনই আসলে আমাকে সবসময়ই ভীষণ আবেগী করে তোলে। ভয়েজ দেবার সময় একটা ধ্যানে মগ্ন ছিলাম। ধন্যবাদ শানকে পূর্ণাঙ্গ সহযোগিতা করার জন্য। গানটি প্রকাশের পর বেশ ভালোই সাড়া পাচ্ছি। উল্লেখ্য, আজ থেকে ২৯ বছর আগে তার প্রথম গানের অ্যালবাম ‘পরাণ কান্দে’ প্রকাশিত হয়েছিল সাউন্ডটেক থেকে, তখন সুমী উচ্চ মাধ্যমিকের ছাত্রী। আহমেদ রিজভীর কথায় অ্যালবামের গানগুলোর সুর করেছিলেন প্রণব ঘোষ ও মাহমুদ জুয়েল। এরপর তার আরও বেশ কিছু গান প্রকাশিত হয়েছে।
প্যানেল