ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

পেটে ব্যথা মানেই গ্যাস্ট্রিক নয়—লুকিয়ে থাকতে পারে জটিল রোগ!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:১১, ২ জুলাই ২০২৫

পেটে ব্যথা মানেই গ্যাস্ট্রিক নয়—লুকিয়ে থাকতে পারে জটিল রোগ!

ছবি: সংগৃহীত

পেটে ব্যথা হলে আমরা অনেকেই ধরে নিই—এটা বুঝি গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা। কিন্তু চিকিৎসকরা বলছেন, এই ধারণা অনেক সময় বিপদ ডেকে আনতে পারে। কারণ, পেটব্যথা বিভিন্ন ধরনের জটিল ও অজানা রোগের উপসর্গ হিসেবেও দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির ব্যথা সাধারণত বুকের নিচে, অর্থাৎ উপরের পেটে অনুভূত হয়। এই ব্যথা খালি পেটে বেড়ে যায়, খাবারের পর কিছুটা আরাম লাগে এবং বুক জ্বালাপোড়া বা ঢেকুরও হয়। কিন্তু সবসময় এই লক্ষণগুলো মেলে না।

তবে পেটব্যথার কারণ হতে পারে আরও গুরুতর কিছু:

1. অ্যাপেন্ডিসাইটিস:

🔹পেটের ডান নিচে তীব্র ব্যথা,

🔹জ্বর ও বমির উপসর্গ নিয়ে শুরু হয়।

2. গলস্টোন:

🔹চর্বিযুক্ত খাবারের পর ডান উপরের পেটে ব্যথা হতে পারে।

🔹ব্যথা অনেক সময় কাঁধে ছড়ায়।

3.প্যানক্রিয়াটাইটিস:

🔹তীব্র ব্যথা পিঠে ছড়ায়, সঙ্গে বমি থাকে।

4. কিডনির পাথর:

🔹পিঠ ও কোমরে ব্যথা, প্রস্রাবে জ্বালা বা রক্ত দেখা দিতে পারে।

5. টাইফয়েড বা ইনফেকশন:

🔹 জ্বর, বমি, পাতলা পায়খানা ও পেটব্যথা একসঙ্গে দেখা দিতে পারে।

6. ইরিটেবল বাওয়েল সিনড্রোম (IBS):

🔹মানসিক চাপের সঙ্গে জড়িত।

🔹কখনো ডায়রিয়া, কখনো কোষ্ঠকাঠিন্য হয়।

চিকিৎসকেরা বলছেন, “পেটে ব্যথা হলেই নিজে থেকে গ্যাস্ট্রিকের ওষুধ না খেয়ে সঠিক কারণ নির্ণয় করা জরুরি। কখনো কখনো দেরি করলেই বিপদ বাড়তে পারে।”

🛑 কখন চিকিৎসকের কাছে যাবেন?

🔹ব্যথা দীর্ঘস্থায়ী হলে

🔹বমি বা রক্তবমি হলে

🔹কালো রঙের পায়খানা হলে

🔹জ্বর, দুর্বলতা বা অজ্ঞান ভাব দেখা দিলে

🔹ব্যথা ক্রমেই বাড়তে থাকলে


পেটব্যথা কখনো কখনো জীবনঘাতী সমস্যার পূর্বাভাস হতে পারে—এই বিষয়ে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Mily

×