
ছবি: জনকণ্ঠ
লালমনিরহাটের কাকিনা-মহিপুর-রংপুর সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। তবে সড়কটি প্রশস্ত ও মজবুত করার পর ভারী যান চলাচলে আপত্তি থাকবে না বলে জানান তারা।
শনিবার (১০ মে) দুপুরে কালীগঞ্জ উপজেলার কাকিনা ও পোনাহাটি এলাকার ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে দুই শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন কাকিনা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আলী বাবুল, যুবদলের জাহাঙ্গীর আলম লওটু, সমাজসেবক লিতু, সেজ্জাদুল শীস ও ব্যবসায়ী খয়বরা আলী।
বক্তারা বলেন, ২০১৮ সালে তিস্তা নদীর ওপর নির্মিত সেতুটি হালকা যানবাহনের জন্য খুলে দেওয়া হয়। পরে ২০২৩ সালে বাস চলাচল শুরু হলে রাস্তা নষ্ট হতে থাকে। ওই বছরের ২৮ মে থেকে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন।
তারা অভিযোগ করেন, বালু দিয়ে নির্মিত এ সড়ক ভারী যান চলাচলের উপযোগী নয় এবং এটি বন্যা প্রতিরোধেও সহায়ক। সম্প্রতি আবারও বাস-ট্রাক চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। তবে সড়কটি উন্নয়ন ও মজবুত করে যান চলাচলের উপযোগী করার আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, এর আগে গত বুধবার এই সড়কে বাস-ট্রাক চলাচলের দাবিতে মানববন্ধন করে মালিক সমিতি।
শহীদ