ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

পার্থ-মারিয়ার ‘দুজন দুজনার’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:১২, ৯ মে ২০২৫

পার্থ-মারিয়ার ‘দুজন দুজনার’

.

আনিসুর রহমান রাজীবের গল্প ভাবনা ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘দুজন দুজনার’। এতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা পার্থ শেখ ও দর্শকপ্রিয় অভিনেত্রী মারিয়া শান্ত। পরিচালক জানালেন, এই গল্পের লাইন আপ দাঁড় করিয়েছেন তারই সহকারী রাহাত রনি। মারিয়া শান্ত বলেন, এর আগেও পার্থ আর আমার একসঙ্গে কাজের জন্য ভালো রেসপন্স পেয়েছি। আশা করছি এই নাটকটিও প্রচারে এলে দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাবো। কারণ সবমিলিয়ে রাজীব ভাই বেশ যত্ন নিয়ে কাজটি করেছেন। এতে অভিনয় প্রসঙ্গে পার্থ শেখ বলেন, গল্পটা সুন্দর। যে কারণে কাজটা করেও ভালো লেগেছে। আর শান্ত ভীষণ শ্রম দিয়ে, মন দিয়ে অভিনয় করে। শান্ত তার অভিনয়ের ক্ষেত্রে এই ধারাবাহিকতাটা বজায় রাখলে আগামীতে সে আরও অনেক ভালো করবে। নাটকের গল্প প্রসঙ্গে রাজীব বলেন, পারিবারিকভাবে বিয়ে হয় দুটি ছেলে মেয়ের। কিন্তু দুজনেরই আলাদা অতীত রয়েছে। যা নিয়ে সংসার জীবনে নানান ধরনের ঝামেলা লেগেই থাকে। কিন্তু একটা সময় এসে দুজনেরই উপলব্ধি হয় যে মানুষের জীবনে অতীত থাকতেই পারে। কিন্তু বিয়ের পর সংসারটাই আসল। সংসার জীবনের সুখই দাম্পত্য জীবনের প্রকৃত সুখ।  
এরইমধ্যে রাজধানীর উত্তরার একটি শূটিং হাউসে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। পার্থ শেখ ও মারিয়া শান্ত এর আগে ‘পরাণের বায়োস্কাপ’, ‘পীরিতের আধখান’ ও ‘আলাদীনের প্রদীপে যেভাবে দৈত্য এলো’ এই তিনটি নাটকে অভিনয়ের জন্যই দুজনে বেশ প্রশংসিত হয়েছেন এবং সাড়াও পেয়েছেন।  
উল্লেখ্য, শান্তর প্রথম অভিনীত নাটক ছিল মাবরুর রশীদ বান্নাহর ‘স্পর্শের ছোঁয়া’। তবে প্রচারিত প্রথম নাটক ছিল মেহেদী হাসান হৃদয়ের ‘লাফাঙ্গা’। ইমরান, তানজীবের গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেও শান্ত বেশ সাড়া পেয়েছেন।

প্যানেল

×