ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

‘আমি চাই, দীপিকার সন্তান আমাকে অভিনেতা হিসেবে পছন্দ করুক’- রণবীর কাপুর

প্রকাশিত: ২১:১২, ৯ মে ২০২৫

‘আমি চাই, দীপিকার সন্তান আমাকে অভিনেতা হিসেবে পছন্দ করুক’- রণবীর কাপুর

ছবিঃ সংগৃহীত

২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন দীপিকা ও রণবীর। তবে তাদের প্রেম টেকেনি এমনকি বিচ্ছেদেরও পার হয়েছে বহু বছর। তাও অনেকের প্রিয় জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। তবে বিচ্ছেদের পর গভীর বিষণ্নতায় ভুগতে শুরু করেছিলেন দীপিকা, সেসময় আত্মঘাতী হওয়ার চিন্তার কথাও জানিয়েছিলেন তিনি।

এরপর সব হতাশা ও বিষণ্নতা থেকে ফিরে বলিউডকে উপহার দেন একের পর এক হিট সিনেমা। এরপর বিয়ে করেছেন, মা হয়েছেন। পুরোনো তিক্ততা ভুলে একে অপরের ভালো বন্ধু হয়েছেন। রণবীর কাপুরও বিয়ে করেছেন, বাবা হয়েছেন। পেশাগত জীবন থেকে ছুটি নিয়ে সন্তানের সঙ্গে সময় কাটান । সময় পেলেই কন্যা রাহার সঙ্গে খেলেন। কন্যাকে নিয়ে ঘুরে বেড়ান।

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ের পরই রণবীর কাপুর শুভকামনা জানিয়েছিলেন। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের পঞ্চম সিজনে রণবীর কাপুর অংশ নেন রণবীর সিংয়ের সঙ্গে। রণবীর কাপুর তখন বলেন, ‘আমরা দুজনই ইতিবাচকভাবে নিজেদের জীবনে এগিয়ে গেছি। আমাদের ভেতর এখন আর অস্বস্তিকর কোনো অনুভূতি অবশিষ্ট নেই। আমরা এখন ভালো বন্ধু।’

রণবীর কাপুরের কাছে করণ জোহর দীপিকা ও রণবীর সিংয়ের সম্পর্ক নিয়েও জানতে চেয়েছেন। সেই সময় রণবীর কাপুর বলেন, ‘আমি চাই, ওদের ঘরজুড়ে সুন্দর সুন্দর বাবু আসুক। ওরা (দীপিকার সন্তানেরা) আমাকে অভিনেতা হিসেবে পছন্দ করুক। আমি চাই, আমিই যেন ওদের পছন্দের অভিনেতা হই!’

গত বছরের ৪ সেপ্টেম্বর দীপিকা পাড়ুকোন কন্যাসন্তানের জন্ম দেন। দীপিকা–রণবীর সিংয়ের কন্যার ছবি এখনো প্রকাশ্যে আসেনি। তবে এই জুটির সন্তানকে নিয়ে রণবীর কাপুরের করা মন্তব্য বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। নেটিজেনরা রণবীর কাপুরের এই প্রতিক্রিয়ার বেশ প্রশংসাও করেছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরশি

×