ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সিনেমায় জালালী শাফয়াত সঙ্গে বালাম

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:০৯, ৯ মে ২০২৫

সিনেমায় জালালী শাফয়াত সঙ্গে বালাম

.

গানের শিরোনাম ‘এই অন্ধকারের শহরে’। যেটি এবার ঈদুল আজহাতে মুক্তি প্রতীক্ষিত ‘নীলচক্র’ সিনেমার একটি বিশেষ গান। এ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এতে অভিনয় করতে দেখা যাবে র‌্যাপার জালালী শাফায়াতকে। এরইমধ্যে অন্তর্জালে মুক্তি পেয়েছে এই গান। কথা লিখেছেন গায়ক শাফায়াত নিজেই। আর সংগীত করেছেন আরেক জনপ্রিয় সংগীত তারকা বালাম। প্রকাশিত গানটির দৃশ্যে দেখা গেছে, একটি টিনেজ ডিজে পার্টিতে গানটি গাইছেন জালালী শাফায়াত, সেখানে উপস্থিত আছেন বালাম নিজেও। র‌্যাপার জালালী শাফায়াত বলেছেন, র‌্যাপার চরিত্রে এবার সিনেমাতে অভিনয় করেছি। দর্শক আমাকে সেভাবেই সিনেমাতে পাবেন। আশা করছি, ঈদে ‘নীলচক্র’ সিনেমাটি দর্শক উপভোগ করবেন। কারণ সিনেমার গল্পটা এখনকার যুব সমাজের। গানে গানে আমি সেই কথাই বলার চেষ্টা করেছি।
সিনেমাটি পরিচালক মিঠু খান বলেছেন, এই গানের মাধ্যমে জালালী শাফায়াত প্রথমবার কোনো সিনেমায় কণ্ঠ দেওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন। গানটি সিনেমার গল্পের সঙ্গে খুবই সম্পর্কিত। গল্পের সঙ্গে মিল রেখে শাফায়াত গানের কথাও লিখেছেন সেখানে। আশা করি দর্শক ঈদে আমাদের সমসাময়িক গল্প দেখতে পারে ‘নীলচক্র’ সিনেমায়।

প্যানেল

×