ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

শিবা শানু

“আমি কখনোই বিএনপির প্রার্থী ছিলাম না”

প্রকাশিত: ১৬:১৫, ১০ মে ২০২৫

“আমি কখনোই বিএনপির প্রার্থী ছিলাম না”

ছবিঃ সংগৃহীত

অভিনেতা শিবা শানু সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে বলেন, “আমি কখনোই বিএনপির প্রার্থী ছিলাম না। তবে হয়তো বিভিন্ন সময়ে প্রার্থীদের পক্ষে কাজ করেছি। কিন্তু দলীয়ভাবে বা সরাসরি কোনো রাজনৈতিক প্রার্থী ছিলাম না।”

তিনি আরও বলেন, “নির্বাচন হচ্ছে, এটাই সবচেয়ে বড় বিষয়। আমরা চলচ্চিত্রকর্মীরা সবসময়ই চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন নির্বাচন বা উৎসবমুখর দিনগুলোতে অংশ নিই—হোক সেটা শিল্পী সমিতির নির্বাচন, প্রযোজক সমিতি কিংবা ফিল্ম ক্লাবের নির্বাচন।”

বর্তমানে তিনি ‘তাণ্ডব’ নামের একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিটি ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তিনি বলেন, “তাণ্ডব একটি ব্যতিক্রমধর্মী গল্প। পরিচালক রায়হান রাফি দারুণ কাজ করছেন, টেকনিক্যাল দিক থেকেও খুব ভালো মানের সিনেমা হচ্ছে। দর্শকরা একটি ভালো মানের এন্টারটেইনিং মুভি পাবে।”

এছাড়াও তিনি জানান, ইউটিউব চ্যানেলগুলোর জন্য একাধিক একক নাটকের কাজ করছেন এবং সেগুলো নিয়েই তিনি এখন খুব ব্যস্ত সময় পার করছেন।

শেষে তিনি বলেন, “আমি ভোটার নই, তবে একজন চলচ্চিত্রকর্মী হিসেবে এই নির্বাচন বা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করি। অনেকদিন পর সবাই একত্রিত হয়, কথা হয়, এটা আনন্দের।”

তথ্যসূত্রঃ https://youtu.be/uafzhH9RlCc?si=_n7ymV-X52gMZchw

মারিয়া

×