
ছবি: জনকণ্ঠ
দেবীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় যুবলীগ নেতা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. কামাল হোসেন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃক কামাল হোসেন সরকার দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ ঢাকাইয়া পাড়া এলাকার মো. লিয়াকত আলীর ছেলে। তিনি মৌমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে দণ্ডপাল ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দেবীগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমুর নেতৃত্বে করতোয়া সেতুর পশ্চিম প্রান্তে ছাত্র ও সাধারণ জনগণের উপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন রবিউল ইসলাম নামে এক যুবক। পরে তিনি ৪৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০০–১২০০ জনকে অজ্ঞাত আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলারই আসামি হিসেবে কামাল হোসেন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলায় কামাল হোসেন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
এসইউ