
ছবি: সংগৃহীত
সারাদেশে অপারেশন ডেভিল হান্ট অপারেশনের ধারাবাহিকতায় দিরাইয়ে একজন গ্রেফতার হয়েছে।
শনিবার ( ১০মে ) দুপুর ১২ টায় দিরাই থানা পুলিশ অভিযান চালিয়ে পৌর সভার সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা সোহেল চৌধুরী কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
সে পৌরসভার সুজানগর গ্রামের মৃত আব্দুল মছব্বির চৌধুরীর ছেলে। জানা যায় দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আড়ালে ছিলেন।
কিন্তু গত কয়দিন যাবত বাড়িতে, বাজারে ঘোরাফেরা করতে দেখা যায় গোপন সংবাদ পেয়ে দিরাই থানার পুলিশ আজ শনিবার দুপুর ১২ তাঁর বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে পৌরসভার সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা সোহেল চৌধুরী কে গ্রেফতার করা হয়েছে এবং সুনামগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
ফারুক