ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

মেট গালার সেরা ফ্যাশন তালিকায় শাহরুখকে পেছনে ফেললেন দিলজিৎ

প্রকাশিত: ১৯:১৯, ১০ মে ২০২৫

মেট গালার সেরা ফ্যাশন তালিকায় শাহরুখকে পেছনে ফেললেন দিলজিৎ

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে মেট গালা ২০২৫-এর আসর বসেছিল। এবারের আসরের অন্যতম আকর্ষণ ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা হিসেবে রাজকীয় অভিষেক করেছেন তিনি। শাহরুখ ছাড়াও এবার লালগালিচায় হেঁটে তাক লাগিয়ে দিয়েছেন কিয়ারা আদভানি, দিলজিৎ দোসাঁঝ সহ অনেক তারকারাও।

এবারের আসরে টেইলর্ড ফর ইউ’ এবং ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’ থিমে, সব্যসাচী মুখার্জির পোশাক পরে সকলকে চমকে দেন কিং খান। কিন্তু এতকিছুর পরও রেড কার্পেটে সেরাদের তালিকায় নাম ওঠেনি বলিউড বাদশাহর।

তবে হিন্দুস্তান টাইসমের এক প্রতিবেদনে উঠে এসেছে সাদা শেরওয়ানি, মাথায় পাগড়ি, বহু মূল্যবান গহনা পরে রাজার বেশে রেড কার্পেটে হাঁটা ভারতের আরেক তারকা দিলজিৎ দোসাঁঝ কিছুটা পেছনে ফেলে দিয়েছেন শাহরুখ খানকে।

এ প্রতিবেদন অনুযায়ী, শুধু শাহরুখ নয়, জেন্ডার এবং রিহানার মতো ফ্যাশন দুরস্ত তারকাদের পেছনে ফেলে অবস্থান ছিল এই পাঞ্জাবি গায়ক ও অভিনেতার। ভোগ ম্যাগাজিনের জরিপে বিশ্বের সব থেকে বড় ফ্যাশন ইভেন্টে সেরা পোশাক পরা সেলিব্রেটি হিসেবে নির্বাচিত হয়েছেন দিলজিৎ। পাঞ্জাবের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্যই এই সাজে সেজেছিলেন অভিনেতা। নিজের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে তিনি যে সক্ষম হয়েছেন তা এই তালিকা দেখেই স্পষ্ট হয়ে যায়।

অন্যদিকে এই তালিকায় দ্বিতীয় নাম উঠে এসেছে দক্ষিণ কোরিয়ান র‍্যাপার গায়ক এস কুপস, যিনি কোরিয়ান হ্যানবক জ্যাকেট থেকে অনুপ্রেরণা নিয়ে ধূসর রঙের বস স্যুট পরেছিলেন। আর তৃতীয় স্থান অধিকার করেছেন হলিউড তারকা জেন্ডোয়া, যিনি লুই ভিটনের স্যুট পরেছিলেন, গায়িকা তেয়ানা টেলর রুথ ই কার্টারের পোশাক পরেছিলেন এবং পপস্টার রিহানা মার্ক জ্যাকবসের ডিজাইনে নিজেকে সাজিয়েছিলেন। এই তালিকায় নাম রয়েছে নিকি মিনাজ, শাকিরারও। কিন্তু এই তালিকায় নাম ওঠেনি বলিউড সুপারস্টার শাহরুখ খানের।

 

আরশি

×