
মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি। এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা রিসোর্স সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শিহাব খান, মোশারফ হোসেন, কৃষ্ণচন্দ্র চক্রবর্তী, কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, তুলা গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খন্দকার, দক্ষিণ ডিক্রির চর মাধবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইমরান হোসেন প্রমূখ।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশ নিয়ে সুন্দর হাতের লেখা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
রাজু