
ফরিদপুরের গোয়ালচামটে শ্রীধাম শ্রী অঙ্গন মন্দিরের সামনে হতে চার জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার সকাল দশটায় ক্যাম্প কমান্ডার ফরিদপুর এর নেতৃত্বে ফরিদপুর গোয়ালচামট শ্রীধাম শ্রীঅঙ্গন মন্দির এলাকায় সেনাবাহিনীর একটি অভিযান পরিচালনা করা হয়।
সোর্সের মাধ্যমে জানা যায়, গত কয়েকদিন ধরে মন্দিরের সামনে গাড়ী থামিয়ে ২০০ টাকা গাড়ী প্রতি চাদা নেওয়া হয় বলে জানায়। এবং আজ উক্ত স্থানে সেনাবাহিনীর গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে উক্ত ঘটনা সত্য বলে মন্দিরের সামনে চাঁদাবাজকে ধরার জন্য অভিযান করা হয়।
উক্ত অভিযানে চারজন চাঁদাবাজ কে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেফতার করে সেনাবাহিনী। পরবর্তীতে, জেলা এক্সিকিউটেড ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে জেল দিয়ে ফরিদপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
ফরিদপুর ক্যাম্প কমান্ডার বলেন, আমরা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি এবং আমাদের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃত চাঁদাবাজেরা হচ্ছেন ঃ
১.আলী নেওয়াজ বিশ্বাস (২৮)
পিতা: ইসমাইল বিশ্বাস
গ্রাম: মোল্লাপাড়া,
পোস্ট : গোয়ালচামট
থানা : কোতোয়ালি
জেলা: ফরিদপুর ,
২.শেখ আল মামুন মিয়া (২১)
পিতা : সেলিম শেখ
গ্রাম: মোল্লা পাড়া সরক,
পোস্ট : বোয়ালমারী
থানা কোতোয়ালি
জেলা: ফরিদপুর
৩.সামিউল ইসলাম,শাউন (১৯)
পিতা: রফিকুল ইসলাম
গ্রাম: শিংপারা,
পোস্ট: শ্রী অংগন।
থানা: কোতোয়ালি
৪.সোহাগ শেখ (২২)
পিতা: সোনাই শেখ
গ্রাম: মোল্লা বাড়ি সড়ক
পোস্ট : গোয়ালচামট,
থানা: কোতোয়ালি
জেলা :ফরিদপুর।
রাজু