ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

মা শুধু একটি শব্দ নয়, ভালোবাসা ও ত্যাগের অমোঘ প্রতীক

শফিকুল ইসলাম শামীম, রাজবাড়ী

প্রকাশিত: ২০:৪৫, ১০ মে ২০২৫

মা শুধু একটি শব্দ নয়, ভালোবাসা ও ত্যাগের অমোঘ প্রতীক

ছবি: সংগৃহীত

আজ বিশ্ব মা দিবস। বিশ্বব্যাপী আজকের দিনটি মায়েদের সম্মান ও ভালবাসা জানানোর দিন হিসেবে পালন করা হয়। 

তবে বাস্তবতা হচ্ছে, মায়ের জন্য ভালবাসা কোনো নির্দিষ্ট দিনের গণ্ডিতে আটকে রাখা যায় না। মা হচ্ছেন এমন একজন মানুষ, যিনি বিনা শর্তে সন্তানকে আগলে রাখেন। তার ভালবাসা, ত্যাগ ও মমতার কোনো তুলনা হয় না।

শিশু জন্মের প্রথম মুহূর্ত থেকে শুরু করে জীবন পথের প্রতিটি বাঁকে, বাঁকে মায়ের অবদান অবিস্মরণীয়। মা সন্তানের জন্য কখনও ক্লান্ত হন না, পিছিয়ে পড়েন না। তার নিরন্তর প্রচেষ্টা ও নিঃস্বার্থ সেবা আমাদের মানুষ করে তোলে। 

বিশেষজ্ঞরা বলেন, শিশুর মানসিক বিকাশে সবচেয়ে বড় ভূমিকা রাখেন মা। মায়ের কোল থেকে শুরু হয় শিক্ষা, আদবকায়দা আর মূল্যবোধ শেখার পথ চলা। শুধু শৈশব নয়। জীবনের প্রতিটি ধাপে মায়ের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

রাজবাড়ীর এক বৃদ্ধা মা (বেগম রোকেয়া) কাল্পনিক নাম জানান, “ছেলেমেয়েরা বড় হয়ে দূরে চলে গেছে। ব্যস্ত জীবনে মায়ের খোঁজ নেওয়ার সময় পায় না। কিন্তু মা তো সারাজীবন অপেক্ষায় থাকে, শুধু সন্তানের মুখটা দেখার।”

হুনুফা নামের এক নারী বলেন, ‘আমি প্রথম মা হয়েছি। তবে মা হওয়ার পূর্বে মায়ের ত্যাগের অনুভব কখনও বুঝিনি। মা হওয়ার পর বুঝতে পেড়েছি, মায়ের অবদান। সুতরাং মা দিবস এর জন্য মায়ের ভালোবাসা অপেক্ষা করে না।’ 

দশ বছর বয়সী আয়ান নামের এক শিশু সন্তান বলেন, ‘মায়ের ভালোবাসার কখনো ভুলত পারবো না। মাকে ছাড়া জীবনে কোন কাজে সফল হওয়া সম্ভব নয়। সুতরাং মায়ের ভালোবাসার কোন বিকল্প নেই।’ 

মুজিবুর রহমান জুয়েল নামের এক ব্যক্তি বলেন, ‘মা দিবসের তাৎপর্য পরিমাণ করা যায় না। এই দিনটির তাৎপর্য শুধু ফুল, কার্ড কিংবা উপহারে সীমাবদ্ধ নয়। মাকে সময় দেওয়া, তার পাশে থাকা, তার অনুভবগুলো বোঝাই হোক প্রকৃত শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন।’

তাই বলা চলে, মা দিবস শুধু নয়। প্রতিদিনই হওয়া উচিত মা দিবস। প্রতিটি মুহূর্তেই মনে রাখতে হবে, মায়ের ভালবাসা ও ত্যাগের কোনো বিকল্প নেই। তাকে ভালোবাসতে হবে প্রতিনিয়ত, অন্তরের গভীরতা থেকে।

মিরাজ খান

×