ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

০ ট্রাম্পের উদ্যোগে সংঘাতের অবসান ০ আকাশসীমা খুলে দিল পাকিস্তান ০ সোমবার দিল্লি-ইসলামাবাদ আলোচনা

যুদ্ধবিরতিতে পাকিস্তান-ভারত ॥ ৪৮ ঘণ্টার আলোচনায় শান্তির সুবাতাস

নাজিম মাহমুদ

প্রকাশিত: ২৩:১০, ১০ মে ২০২৫

যুদ্ধবিরতিতে পাকিস্তান-ভারত ॥ ৪৮ ঘণ্টার আলোচনায় শান্তির সুবাতাস

.

দক্ষিণ এশিয়ায় শান্তির সুবাতাস। থেমে গেল পাক-ভারত যুদ্ধ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় পক্ষ অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।  শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই শুভবুদ্ধির জন্য দুই পক্ষকেই অভিনন্দন।
পাকিস্তান ও ভারতের নেতাদের স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, ‘বাস্তবজ্ঞান এবং অসাধারণ বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করার জন্য দুই দেশকে ধন্যবাদ। সহিংসতার বদলে যুদ্ধবিরতিতে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের সাধুবাদ জানাই। এর পরই পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের একটি মন্তব্য সামনে আসে। তিনি বলেন, নয়াদিল্লি ও ইসলামাবাদ একটি ঐকমত্যে পৌঁছেছে। আমরা যুদ্ধ বন্ধে রাজি হয়েছি।
এরপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলেন, শনিবার বিকেলে পাকিস্তানের সামরিক অপারেশনসের মহাপরিচালক আমাদের ফোন করেন। সেই আলোচনায় উভয় পক্ষ সম্মত হয়, শনিবার ভারতীয় সময় বিকেল ৫টা থেকে জল, স্থল ও আকাশপথে সব ধরনের সামরিক অভিযান বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়।
এখন সংকট সমাধানে ভারত-পাকিস্তান একটি নিরপেক্ষ ভেন্যুতে আলোচনা করবে। যুদ্ধবিরতির পরই পাকিস্তান তার আকাশসীমা পুনরায় খুলে দেয়। পাক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ভারতের সঙ্গে যুদ্ধবিরতির পর এখন থেকে ‘সব ধরনের ফ্লাইটের জন্য পাকিস্তানের আকাশসীমা সম্পূর্ণরূপে খুলে দেওয়া হলো। এদিকে যুদ্ধ বিরতির খবরে আনন্দের বন্যা বয়ে যায় দুদেশে। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণের খবর পাওয়া যায়। খবর আলজাজিরা, বিবিসি, আনন্দবাজার ও এক্সপ্রেস ট্রিবউন অনলাইনের।
এর আগে পাকিস্তানের মাটিতে ভারতের সামরিক অভিযান সিঁদুরের বদলা নিতে শনিবার ভারতে পাল্টা আক্রমণ শুরু করে ইসলামাবাদ। এদিন ভোর থেকে শুরু হওয়া এই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস। ভারতের একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান এই হামলা চালায়। এতে ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভারতের অন্তত ২০টি সামরিক ঘাটি তছনছ হয়। শুধু তাই নয় দেশটির একটি কৌশলগত গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারও ধ্বংস হয়। শনিবার ভোরের আলো ফোটার আগেই পাকিস্তান এসব হামলা সম্পন্ন করে। পাকিস্তানের হামলায় অন্তত ১৩ জন ভারতীয় নাগরিকও নিহত হয় বলে প্রাথমিকভাবে জানা যায়।
পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, তারা ভারতের বিয়াস এলাকায় একটি ব্রহ্ম ক্ষেপণাস্ত্রের মজুদাগার ধ্বংস করেছে। এ ছাড়া ভারতের পশ্চিমাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের পাঠানকোট বিমানঘাঁটি এবং ভারতীয় কাশ্মীরের উধমপুর বিমান ঘাঁটিতেও আঘাত হেনেছে। এদিন ভারতও পাকিস্তানের একাধিক স্থাপনায় হামলা চালায়। এর পরই যুদ্ধবিরতি নিয়ে আলোচনার শুরু।
গত কয়েকদিনে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছিল। দুই দেশ একে অপরের ওপর একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।  বিমানঘাঁটি ও বেসামরিক স্থাপনাতেও হয় আক্রমণ। উদ্ভূত পরিস্থিতি নিয়ে সোমবার নিরপেক্ষ ভেন্যুতে আলোচনায় বসবে ভারত ও পাকিস্তান। ভারতের পররাষ্ট্র মন্ত্রন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, নিজেদের বিরোধপূর্ণ বিভিন্ন ইস্যুতে ভারত ও পাকিস্তান ‘নিরপেক্ষ’ কোনো স্থানে আলোচনায় বসতে রাজি হয়েছে। এক্সে দেওয়া পোস্টে রুবিও লিখেন, ‘ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং নিরপেক্ষ কোনো স্থানে নিজেদের মধ্যকার বিস্তৃত বিষয়ে আলোচনায় বসবে। তিনি বলেন, ‘শান্তির পথ বেছে নেওয়ায় আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শাহবাজ শরিফের প্রজ্ঞা, বিচক্ষণতা ও নেতৃত্বের প্রশংসা করছি। রুবিও বলেন, নরেন্দ্র মোদি ও শাহবাজ শরিফসহ দুই দেশের সিনিয়র কর্মকর্তাদের পেছনে তিনি ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ৪৮ ঘণ্টা ব্যয় করেছেন।
জি-৭, চীন, যুক্তরাজ্য, সৌদি আরবের মতো বিশ্ব সম্প্রদায়ের অনেকেই দুই দেশকে উত্তেজনা কমিয়ে কূটনৈতিক সংলাপে বসার জন্য চাপ দেয়।
ট্রাম্পের এই ঘোষণার আগে শনিবার পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ভারত যদি থামে, নতুন করে হামলা না চালায় তবে ‘আমরাও এখানে থামার কথা বিবেচনা করব। এরপর ভারতের সামরিক বাহিনীর পক্ষ থেকেও এমন বিবৃতি আসে। শনিবার ভারতের সামরিক বাহিনীর এক বৈঠকের পর উইং কমান্ডার ভৌমিকা সিং বলেন, পাকিস্তান আর পাল্টা আক্রমণ না চালালে ভারত উত্তেজনা কমানোর দিকে যাবে।
উল্লেখ্য, ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীর হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হন। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপায় ভারত সরকার। যদিও পাকিস্তান দায় অস্বীকার করে এই ঘটনার স্বাধীন তদন্তের আহ্বান জানায়। এরপর বুধবার পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তানও পরদিন ভারতীয় ভূখ-ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। চারদিন ধরে চলমান দুই দেশের সহিংসতায় মোট ৭৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
পাকিস্তান শনিবারের এই অভিযানের নাম ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ দেওয়ার কারণ হিসেবে জানায়, পবিত্র কুরআনের একটি শব্দবন্ধ থেকে এই নামটি নেওয়া হয়েছে, যার অর্থ ‘শক্তিশালী দেওয়াল’।
ভারত ও পাকিস্তানের সম্পর্ক ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকেই উত্তেজনাপূর্ণ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর অঞ্চল নিয়ে দুই দেশ তিনবার যুদ্ধ করেছে, যার মধ্যে দুটি সরাসরি কাশ্মীরকে কেন্দ্র করে।
বিশ্লেষকদের মতে, এবারের সংঘর্ষ শুধু কাশ্মীর নয়, বরং পাকিস্তানের মূল ভূখ-ে ভারতীয় হামলার মধ্য দিয়ে নতুন মাত্রা পেয়েছে, যা পুরো দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করে তুলতে পারে।

 

×