ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

কাশ্মীর ও কচ্ছ জুড়ে আতঙ্ক: ড্রোন ও গোলাগুলিতে চুক্তির পরও অস্থিরতা

প্রকাশিত: ২৩:০৩, ১০ মে ২০২৫

কাশ্মীর ও কচ্ছ জুড়ে আতঙ্ক: ড্রোন ও গোলাগুলিতে চুক্তির পরও অস্থিরতা

ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ভারতশাসিত কাশ্মীরে এবং গুজরাটের কচ্ছ জেলায়। কাশ্মীরের দুই প্রধান শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি, নিয়ন্ত্রণ রেখা বরাবর অন্তত পাঁচটি স্থানে গোলাগুলি ও শেলিংয়ের খবর মিলেছে।

এদিকে ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের কচ্ছ জেলায় আকাশে ড্রোন দেখা যাওয়ার পর পুরো জেলায় ‘ব্ল্যাকআউট’ বা বিদ্যুৎ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভভি এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এ ঘটনাগুলো ঘটে এমন এক সময়ে, যখন দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতির ঘোষণা সবে কার্যকর হয়েছে এবং বিশ্ব নেতারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছিলেন। তবে হঠাৎ বিস্ফোরণ, ড্রোন এবং গোলাগুলির এই ধারাবাহিকতায় যুদ্ধবিরতির বাস্তবতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

এসএফ

তথ্যসূত্র: আলজাজিরা

 

×