ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে

কুমিল্লায় টিফিনের টাকায় এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ও দাউদকান্দি

প্রকাশিত: ২০:১১, ১০ মে ২০২৫

কুমিল্লায় টিফিনের টাকায় এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কুমিল্লার বরুড়া উপজেলার হুরুয়া ইবরাহিমিয়া তাজবিদুল কোরআন মাদ্রাসায় টিফিনে টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এতিম শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ খাতা, কলম ও গুড়া দুধ বিতরণ করা হয়েছে।

শনিবার ( ১০ মে) দুপুরে হুরুয়া ইবরাহিমিয়া তাজবিদুল কোরআন মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার, তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ভূইয়া, মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহম্মদউল্লাহ, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক ফরিদ ভূঁইয়া, অর্থ সম্পাদক মেহেদী হাসান মারুফ ও সদস্য ইমতিয়াজ আহমেদ তানজিল।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম জানান, সংগঠনের সব সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা তাদের টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত এতিম শিশুদের খাতা-কলম কিনে বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে।

রাজু

×