
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘ভারত-পাকিস্তান উত্তেজনায় জড়াতে চায় না ছাত্রদল’ শীর্ষক মন্তব্যসহ একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে দৈনিক জনকণ্ঠের লোগো ব্যবহার করা হয়েছে। তবে এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার।
সংস্থাটি জানায়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এমন কোনো বক্তব্য দেননি এবং জনকণ্ঠও এ বিষয়ে কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রযুক্তির সাহায্যে জনকণ্ঠের আদলে নকল করে ফটোকার্ডটি তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ফটোকার্ডে ‘জনকণ্ঠ’-এর লোগো ব্যবহার করা হলেও এর ফন্ট ও ডিজাইনে প্রকৃত জনকণ্ঠ ফটোকার্ডের সঙ্গে স্পষ্ট অমিল রয়েছে। তাছাড়া, এতে প্রকাশের তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে ২ এপ্রিল ২০২৫, অথচ সেদিন জনকণ্ঠের কোনো মাধ্যমে এমন কোনো সংবাদ প্রকাশ হয়নি।
ফলে নিশ্চিতভাবে বলা যায়, ‘ভারত-পাকিস্তান উত্তেজনায় জড়াতে চায় না ছাত্রদল’ শীর্ষক শিরোনামে জনকণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও মনগড়া। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য পাঠকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রিউমর স্ক্যানার।
আফরোজা