
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের বিনামূল্যে ভ্যাকসিনেশন প্রোগ্রামের কার্যক্রম শুরু হয়েছে। অপরদিকে শিক্ষার্থীদের মাঝে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষ্যে কুরআন বিতরণের উদ্যোগ নিয়েছে শাখা ছাত্রশিবির।
শনিবার (১০ মে) সকাল ১০টায় ভ্যাকসিনেশন কার্যক্রমের অংশ হিসেবে ব্লাড স্যাম্পল স্ক্রিনিং কার্যক্রম শুরু হয়। এছাড়া রবিবার (১১ মে) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় কুরআন বিতরণ করবে শাখা ছাত্রশিবির।
জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, শাখা ছাত্রদলের ব্যবস্থাপনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হেপাটাইটিস—বি ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হয়েছে। আজ থেকে স্ক্রিনিং শুরু হয়েছে। আগামী ১৪ এপ্রিল থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। আগামী ২২ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের কার্যক্রম চলবে। আমরা আশা করি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে হেপাটাইটিস—বি ভ্যাকসিন গ্রহণ করবে।
কুরআন বিতরণ কর্মসূচির বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মহিব বলেন, ১৯৮৫ সালের ১০ এপ্রিল ভারতে পবিত্র কুরআনকে বাজেয়াপ্ত করার জন্য রিট পিটিশন দায়ের করা হয়। ফলে তীব্র প্রতিবাদে ফেটে পড়ে সারাবিশ্বের তৌহিদী জনতা। চাঁপাইনবাবগঞ্জে ১১ মে প্রতিবাদ মিছিলে পুলিশ গুলি ছুড়লে ৮ জন ভাই শাহাদাতবরণ করেন। সেই থেকে কুরআনের জন্য জীবন দেওয়ার এই দিনটিকে ইসলামী ছাত্রশিবির কুরআন দিবস হিসেবে পালন করে আসছে। আমাদের প্রত্যাশা এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে কুরআনের শিক্ষা ছড়িয়ে পড়বে এবং নৈতিক সমাজ গঠনে ভূমিকা রাখবে।
রাজু