ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে বাইরে ডাকার জেরে সংঘর্ষ, প্রাণ গেল স্কুল শিক্ষকের

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২০:০৯, ১০ মে ২০২৫; আপডেট: ২০:১০, ১০ মে ২০২৫

প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে বাইরে ডাকার জেরে সংঘর্ষ, প্রাণ গেল স্কুল শিক্ষকের

ছবিঃ প্রতিবেদক

গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে ঘরের বাহিরে আসতে বলাকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনার সময় বড় ভাইকে বাঁচাতে এগিয়ে এসে জাকির হোসেন আকন (৩৮) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জেলার মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামে।

খবর পেয়ে শনিবার (১০ মে) দুপুরে থানা পুলিশ নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরপূর্বে শুক্রবার (৯ মে) দিবাগত রাত তিনটার দিকে হামলা ও সংঘর্ষে নারীসহ আরও ছয়জন আহত হয়েছেন। তাদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জাকির হোসেন ওই গ্রামের ক্বারী মো. মোসলেম উদ্দীন আকনের ছেলে এবং রামচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি (জাকির) তার বড় ভাই আবু হানিফের ওপর হামলার খবর পেয়ে এগিয়ে আসলে প্রতিপক্ষের হামলায় নিহত হন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মুলাদী থানার ওসি মো. শফিকুল ইসলাম।

আজ শনিবার (১০ মে) বিকেলে নিহতের বড় ভাই আবু হানিফ আকন অভিযোগ করে বলেন, ‘শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তার প্রবাসী ভাই ইমরান আকনের স্ত্রী তানিয়া আক্তারের ঘরে পাশের বাড়ির লতিফ বেপারী (৫৮) ঘরের দরজা ধাক্কাধাক্কি করে কথা শোনার জন্য তানিয়াকে ঘরের বাহিরে বের হতে বলেন।’

এ সময় তানিয়া ভীত হয়ে চিৎকার শুরু করলে লতিফ বেপারী বাড়ি চলে যায়। তার (আবু হানিফ) বোন খাদিজা ও পারভীন আক্তার এ ঘটনার পরপরই লতিফ বেপারীর বাড়িতে গিয়ে বিষয়টি জানতে চান। এ নিয়ে হট্টগোলের সৃষ্টি হলে লতিফ বেপারীর ছেলে সুমন বেপারী, সুজন বেপারী ও তাদের লোকজন ক্ষিপ্ত হয়।

ওইদিন রাত তিনটার দিকে তারা আবু হানিফের বাড়িতে হামলা চালায়। এ সময় আবু হানিফ ও তার বোনেরা বাধা দিলে সংঘর্ষ হয়। এতে আবু হানিফ, তার মা সেতারা বেগম, বোন খাদিজা, পারভীন, মাসুমা, ভাইয়ের স্ত্রী তানিয়াসহ ছয়জন আহত হন।

আবু হানিফের বোন পারভীন বেগম অভিযোগ করেন, তার স্কুল শিক্ষক ভাই জাকির হোসেন আকন বাড়ির বিপরীত দিকে খালের অপর পাশে নতুন বাড়ি করে বসবাস করতেন। বাড়িতে বড় ভাইয়ের ওপর হামলার সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে আসার পথে প্রতিপক্ষের লোকজনে তার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

 

আরশি

×