
মুন্সীগঞ্জ একটি লঞ্চে কোমরের বেল্ট দিয়ে দুই তরুণীকে প্রকাশ্যে পেটানোর অভিযোগ ওঠা যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ মে) বেলা দেড়টার দিকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয় বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম।
আটক নেহাল আহাম্মেদ জিহাদ উপজেলার যোগনি ঘাটের মনির হোসেনের ছেলে।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালে নোঙ্গর করা লঞ্চ ‘এম ভি ক্যাপ্টেনে’ তরুণীদের মারধর করার ঘটনা ঘটে।
যে ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, সাদা রঙের পোশাক পরিহিত আনুমানিক ১৫-১৭ বছর বয়সী এক নারীকে লঞ্চের একেবারে সামনের অংশে উঠিয়ে কোমরের বেল্ট দিয়ে বেপরোয়াভাবে পেটাচ্ছেন এক যুবক। এক সময় সেখানে চেক জামা পরিহিত আরেক নারীও ছিলেন।
রিফাত